হোম > প্রযুক্তি

হুয়াওয়েকে টেক্কা দিতে চীনে আইফোনের দামে বড় ছাড়

চীনে আইফোনের নিদির্ষ্ট কিছু মডেলের দামে প্রায় ২ হাজার ৩০০ ইউয়ান বা ৩১৮ ডলার পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে অ্যাপল। হুয়াওয়ের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে এই সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্টটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

চীনের টিমল প্ল্যাটফরমে আইফোনের অফিশিয়ালভাবে এই মূল্য ছাড় দিচ্ছে। মূলছাড়টি ২০ মে থেকে শুরু হয়েছে, চলবে ১৮ মে পর্যন্ত। গত ফেব্রুয়ারিতেও আইফোনের কিছু মডেলের ওপর বিশেষ মূল্য ছাড় দিয়েছিল অ্যাপল। তবে এবারের মূল্যছাড়ের পরিমাণ আগের চেয়ে অনেক বেশি। 

গত ফেব্রুয়ারির ক্যাম্পেইনে সর্বোচ্চ মূলছাড় ছিল ১ হাজার ১৫০ ইউয়ান। এবার মূলছাড় ২ হাজার ৩০০ ইউয়ান পর্যন্ত। সবচেয়ে বেশি ছাড় আইফোন ১৫ প্রো ম্যাক্সের ১ টিবি সংস্করণের মডেলে দেওয়া হয়েছে। অন্য মডেলগুলোর ওপর উল্লেখযোগ্যভাবে মূল্য ছাড় দেওয়া হয়েছে। যেমন: আইফোন ১৫ মডেলের ১২৮ জিবি সংস্করণে ১ হাজার ৪০০ ইউয়ান মূল্য ছাড় দেওয়া হয়েছে। 

গত মাসে নতুন ‘পুরা ৭০’ সিরিজ উন্মোচন করে হুয়াওয়ে। এই সিরিজ চীনে জনপ্রিয়তা পাওয়ায় অ্যাপল বেশ চাপের মুখে পড়েছে। এ ছাড়া গত বছরের আগস্টে মেট ৬০ মডেল উন্মোচন করে হুয়াওয়ে। এর ফলেও আইফোন বিক্রির ক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। 

গত ফেব্রুয়ারিতে কোম্পানির  দেওয়া  মূল্যছাড়  চীনে আইফোনের বিক্রির মন্দা প্রশমিত করতে  সাহায্য করেছে বলে মনে হচ্ছে। 

চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের (সিএআইসিটি) তথ্য বিশ্লেষণ করে রয়টার্স বলছে, গত মার্চে চীনে অ্যাপলের চালান ১২ শতাংশ বেড়েছে। এর ফলে ২০২৪ সালের প্রথম দুই মাসে অ্যাপলের বিক্রি বেড়েছে। তবে এ সময় কোম্পানিটির বিক্রি ৩৭ শতাংশ কমেছে। 

রয়টার্স অনুযায়ী, বিশ্বে স্মার্টফোনের বৃহত্তম বাজার চীন। গত বছর চীনের বাজারের ৯ দশমিক ৩ শতাংশ ছিল হুয়াওয়ের দখলে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব