হোম > প্রযুক্তি

গুগল এআই জানাবে বিভিন্ন রোগের খবর

সাদাত হোসেন

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জগতে নতুন দিক খুলে দিয়েছে। চ্যাটজিপিটি নাকি গুগল এআই–প্রযুক্তিতে কে এগিয়ে, তা নিয়ে যেমন চলছে নানা আলোচনা, তেমনি আছে নানা সমালোচনাও। এসব আলোচনা-সমালোচনার মধ্যেই আমাদের প্রতিদিনের রুটিনে ঢুকে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। যাপনের এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে এটি ব্যবহৃত হচ্ছে না। শিক্ষা থেকে করপোরেট, সাহিত্য থেকে চিকিৎসা—কৃত্রিম বুদ্ধিমত্তা সব ক্ষেত্রেই জায়গা করে নিয়েছে। কল্পবিজ্ঞানের গল্পের মতো শোনালেও সত্যি হতে যাচ্ছে, এ প্রযুক্তির সাহায্যে গুগল ব্যবহারকারীদের চোখ স্ক্যান করে জানাবে হৃদ্‌রোগের খবর। অর্থাৎ হৃদ্‌রোগে আক্রান্ত কি না, তা জানতে সিটি স্ক্যান, এমআরআই বা ইসিজি করার প্রয়োজন হবে না ভবিষ্যতের দিনগুলোতে।

গুগল চার বছর আগে ডায়াবেটিক রেটিনোপ্যাথি শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরি করেছে। এ রোগ পুরো বিশ্বে অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। গুগল গবেষক ও স্বাস্থ্য দলের গবেষকেরা একটি অ্যালগরিদম তৈরি করেছেন, যা রোগের লক্ষণ চিনতে পারবে।

আর বলে দিতে পারবে ব্যক্তির চোখে কী সমস্যা রয়েছে। আশ্চর্যের বিষয় হলো, চোখ স্ক্যান করার পর এ প্রযুক্তি কয়েক সেকেন্ডের মধ্যে তার চিকিৎসাও বলে দেবে। এ প্রযুক্তিতে ব্যক্তির রেটিনা সঠিকভাবে স্ক্যান করা হবে। তারপরই তাঁর শরীরে হার্ট অ্যাটাকের কোনো আশঙ্কা রয়েছে কি না, তারও পূর্বাভাস দিতে পারবে। অর্থাৎ একজন ব্যক্তির রেটিনা স্ক্যান করে এটি সহজেই রোগ শনাক্ত করতে পারবে।

এ প্রযুক্তির সাহায্যে, ডিমেনশিয়া, মাল্টিপল স্কলেরোসিস, পারকিনসনস, আলঝেইমার এমনকি সিজোফ্রেনিয়ার মতো রোগও প্রাথমিকভাবে শনাক্ত করা যাবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। এ ছাড়া ব্যক্তির ধূমপানের অভ্যাস থাকলে তা শনাক্ত করে সেই অভ্যাস ছাড়াতেও সাহায্য করবে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তার এই অ্যালগরিদম। এ প্রযুক্তির পরীক্ষা এখন পর্যন্ত ৭০ শতাংশ ক্ষেত্রে সঠিক প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সূত্র: এনডিটিভি, গুগল

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি