হোম > প্রযুক্তি

ফেসবুক-ইনস্টাগ্রামের প্রোফাইল ছবি দেখানো যাবে হোয়াটসঅ্যাপেও

আজকের পত্রিকা ডেস্ক­

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৫.২১.২৩-এ নতুন ফিচারটি যুক্ত করা হয়েছে। ছবি: মেক ইউজ অব

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা আনতে যাচ্ছে মেটা। অ্যান্ড্রয়েড অ্যাপে পরীক্ষা-নিরীক্ষাধীন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে নিজেদের প্রোফাইল ছবি ইমপোর্ট করতে পারবেন। ফলে প্রোফাইল সেটআপ আরও সহজ হবে। মেটার মালিকানাধীন বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে ক্রমবর্ধমান সংযুক্তিকরণের অংশ হিসেবে ফিচারটি আনা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী সাইট ডব্লিউএবেটাইনফো জানায়, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৫.২১.২৩-এ নতুন ফিচারটি যুক্ত করা হয়েছে। অ্যাপটির সেটিংস মেনুর প্রোফাইল সেকশনে এখন নতুন দুটি অপশন দেখা যাচ্ছে, ‘ফেসবুক’ ও ‘ইনস্টাগ্রাম’। এখন পর্যন্ত ব্যবহারকারীরা ফোনের ক্যামেরায় ছবি তুলে, গ্যালারি থেকে বেছে নিয়ে কিংবা মেটা অ্যাভাটার ব্যবহার করে প্রোফাইল ছবি সেট করতে পারতেন। সেখানে এবার যুক্ত হবে এ দুটি নতুন মাধ্যম।

ব্যবহারকারী যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম অপশনে ট্যাপ করবেন, তখন হোয়াটসঅ্যাপ সেই অ্যাকাউন্টে ব্যবহৃত প্রোফাইল ছবিটি নেবে। তবে এই সুবিধা পেতে হলে হোয়াটসঅ্যাপকে মেটা অ্যাকাউন্টস সেন্টারের সঙ্গে লিংক করাতে হতে পারে। এই সেন্টারের মাধ্যমে মেটার বিভিন্ন অ্যাপের সংযোগ ও ব্যবস্থাপনা সহজ হয়।

এর আগে যদি কেউ ফেসবুক বা ইনস্টাগ্রামের ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে চাইতেন, তবে তা ডাউনলোড করে আলাদাভাবে আপলোড করতে হতো। নতুন ফিচারটির মাধ্যমে সেই ঝামেলা আর থাকছে না। অ্যাকাউন্টগুলো সংযুক্ত থাকলে সরাসরি অন্য অ্যাপ থেকে ছবি নেওয়া যাবে।

তবে ব্যবহারকারীর সম্মতি ছাড়া এই ফিচার চালু হবে না। এটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচার হোয়াটসঅ্যাপের মূল ফিচার এন্ড টু এন্ড এনক্রিপশন বা গোপনীয়তা নীতির কোনো ব্যাঘাত ঘটাবে না।

ফিচারটি এখনো পরীক্ষা-নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং গুগল প্লে বেটা প্রোগ্রামের পরীক্ষামূলক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। পরে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হতে পারে।

তথ্যসূত্র: ম্যাশাবল

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব