হোম > প্রযুক্তি

ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায়

কুহেলী রহমান

স্টুডিওতে গিয়ে সেজেগুজে ছবি তোলার দিন আর নেই। ছবি এখন তোলা হয় হাতের মুঠোয় ধরা মোবাইল ফোনে। আর সেই সব ছবি সংরক্ষিত থাকে মোবাইল ফোনে। কিন্তু বিপত্তি ঘটে তখনই, যখন কোনো কারণে বা মনের অজান্তে মোবাইলে থাকা প্রিয় কোনো মুহূর্তের ছবি মোবাইল ফোন থেকে ডিলিট হয়ে যায়। অল্প কিছু বিষয় জানা থাকলে সহজে মোবাইল ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ছবিগুলো ফিরে পাওয়া সম্ভব।

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গুগল ফটোসে রাখা যায় ছবি। সে ক্ষেত্রে ডিলিট হয়ে যাওয়া ছবিগুলো খুব সহজেই গুগল ফটোস থেকে পুনরুদ্ধার করা সম্ভব। এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল ফটোস অ্যাপের লাইব্রেরি অপশনে। ক্লিক করে ট্র্যাশ ফাইলে গেলেই পেয়ে যাবেন ডিলিট হয়ে যাওয়া সব ছবি। সেখান থেকে যেসব ছবি ফিরে পেতে চান, সেই ছবিগুলো সিলেক্ট করে রিস্টোর অপশনে ক্লিক করলেই আপনার হারিয়ে যাওয়া ছবি আবার ফোনের গ্যালারিতে ফিরে আসবে।

কিন্তু গুগল ফটো ব্যাকআপ ব্যবহার না করে অন্য পদ্ধতি অবলম্বন করেও ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া সম্ভব। মুছে ফেলা ছবি ও ভিডিও উদ্ধার করতে প্লে স্টোর থেকে ডিলিটেড ফটো রিকভারির মতো একটি থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করুন। এরপর অ্যাপটিতে থাকা স্ক্যান অপশন ব্যবহার করে মুহূর্তেই আপনার হারিয়ে যাওয়া ছবি কিংবা ভিডিও অথবা নম্বর খুঁজে পাবেন।

আপনি যদি আইফোন ব্যবহারকারী হন, আর আপনার ফোন থেকে স্থায়ীভাবে কিছু মুছে যায়, সে ক্ষেত্রে হারিয়ে ফেলা তথ্য উদ্ধার করতে আপনাকে আই ক্লাউড বা আই টিউন্স ব্যবহার করতে হবে। তবে আইফোনের সর্বশেষ সংস্করণটির ফটো অ্যাপে ডিলিটেড ফটো নামে আলাদা একটি ফোল্ডার রয়েছে। সেখানে সাম্প্রতিক সময়ে ডিলিট করা ছবিগুলো এক মাস পর্যন্ত সংরক্ষিত থাকে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব