হোম > প্রযুক্তি

গুগল ড্রাইভের ডকুমেন্ট স্ক্যানার ব্যবহার করা যাবে সব অ্যাপে

সকল অ্যাপে ডকুমেন্ট স্ক্যানার ব্যবহার করার সুবিধা নিয়ে এল গুগল। ফলে অনিরাপদ স্ক্যানার অ্যাপ ব্যবহারের পরিবর্তে গুগল ড্রাইভের স্ক্যানার ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের ডেটা সুরক্ষিত রাখতে পারবেন। 

এক্স (টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে অ্যান্ড্রয়েড ফোনের বিশেষজ্ঞ মিশাল রহমান বলেন, গুগল ডকুমেন্টের স্ক্যানারের এপিআই (অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) এখন কোম্পানির মেশিন লার্নিং (এমএল) কিটের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে ডকুমেন্ট স্ক্যানার ফিচার অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে ও স্ক্যানার ব্যবহারের জন্য প্রতিবার ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে না। 

গুগল প্লে সার্ভিসের ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়েই ড্রাইভের স্ক্যানার ফিচারটি কাজ করবে। 

কোনো অ্যাপের স্ক্যানার অপশনটি নির্বাচন করলেই পছন্দমতো ডকুমেন্ট স্ক্যান করা যাবে। স্ক্যান করার পর প্রয়োজন অনুসারে ডকুমেন্টটি এডিট, ফিল্টার ব্যবহার করা যাবে ও কোনো ছায়া থাকলে তাও সরানো যাবে। ভুলক্রমে ডকুমেন্ট উল্টোভাবে স্ক্যান করলেও এটি রোটেট করা যাবে। ব্যবহারকারী নিজস্ব ডিভাইসে হবে তাই এতে নিরাপত্তা ঝুঁকি নেই। 

গত বছরে আগে গুগল ড্রাইভের ডকুমেন্টকে ভার্চুয়ালি আরও ভালোভাবে গুছিয়ে রাখতে ড্রাইভে স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট। ক্রপ ও রোটেট, ফিল্টার (অটো, কালার ও গ্রেস্কেলের অপশন), রিটেক ও ডিলিটের মতো টুলগুলো নিয়ে আসা হয় এসব আপডেটে। অটো ক্যাপচার মোডের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করা আরও সহজ হয়। এর মাধ্যমে ডকুমেন্টের সীমানা প্রতিবার সঠিকভাবে ক্যামেরা নির্বাচন করতে পারে। স্ক্যানারের এসব পরিবর্তন ছোট হলেও ডকুমেন্ট ভালোভাবে স্ক্যানিংয়ের জন্য এগুলো গুরুত্বপূর্ণ।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি