তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ, বিশেষ করে ১৮-২৯ বছর বয়সীরা বিশ্ব সম্পর্কে জানতে যুক্ত হচ্ছে ফেসবুকে। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীরা জীবনের বিভিন্ন পর্যায়ের পথচলাকে সমৃদ্ধ করে তোলার পাশাপাশি নিজেদের ও কমিউনিটির জন্য অর্থবহ কাজ করার সুযোগ পায়। ফলে তরুণদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে বাংলাদেশে একদম নতুন পডকাস্ট সিরিজ #ফেসবুকআইআরএল স্টোরিজ চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এর মাধ্যমে তরুণরা কীভাবে ফেসবুক ব্যবহার করছে, তা তুলে ধরা হবে। ফেসবুক বাংলাদেশ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এই পডকাস্টের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর, ছোট থেকে মাঝারি আকারের ব্যবসা (এসএমবি) পরিচালনাকারী ও কমিউনিটিতে প্রভাব বিস্তারকারীরা ফেসবুকে তাঁদের যাত্রা, উন্নতি ও বিস্তার নিয়ে গল্পগুলো বলবেন।
পডকাস্ট সিরিজের উপস্থাপক হিসেবে রয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী। তিনি বলেন, সফল কনটেন্ট ক্রিয়েটর, এসএমবি ও কমিউনিটিতে প্রভাব বিস্তারকারীদের অগ্রগতি ও সফলতার গল্প তুলে নিয়ে আসছে ফেসবুক। এই গল্পগুলো তরুণ ব্যবহারকারীদের অর্থপূর্ণভাবে সংযুক্ত করতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পছন্দের বিষয়গুলো খুঁজে পেতে অনুপ্রাণিত করবে।