সেমিকন্ডাক্টর চিপের স্বল্পতার কারণে উৎপাদন বন্ধ হওয়ার দুই সপ্তাহ পর আবারও উৎপাদনে ফিরেছে ভক্সওয়াগনের অধিকৃত মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্কোডা। আজ রোববার থেকে প্রায় সম্পূর্ণভাবে এটি আবার উৎপাদন শুরু করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
গত ৭ অক্টোবর স্কোডা এক বিবৃতিতে বলেছিল, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপের স্বল্পতার কারণে ১৮ অক্টোবর থেকে স্কোডার উৎপাদন কমে যেতে পারে বা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। এটি এই বছরে আর উৎপাদনে ফিরতে নাও পারে বলে আশঙ্কা করা হয়।
চেক নিউজ এজেন্সির বরাত দিয়ে স্কোডা অটোর মুখপাত্র কামিলা বিডল বলেন, দুই সপ্তাহ পর স্থানীয় সময় রোববার রাত ১০টা থেকে স্কোডা অটো পুনরায় উৎপাদনে ফিরেছে।
চেক রিপাবলিকের গাড়ি নির্মাতাদের সংগঠন বলেছে, চলতি বছর তাঁরা মাইক্রো চিপ স্বল্পতার কারণে প্রত্যাশার চেয়ে আড়াই লাখ গাড়ি কম উৎপাদন করবে।
গাড়ি নির্মাণ শিল্পকে চেক রিপাবলিকের অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। এই শিল্পে দেশটির ১ লাখ ৮০ হাজার কর্মী কাজ করে। এ ছাড়া দেশটির শিল্প খাতের প্রায় চার ভাগের এক ভাগ উৎপাদন এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট। তাই গাড়ি নির্মাণ শিল্পের উৎপাদনে ব্যাঘাত ঘটায় চলতি বছরের তৃতীয় ধাপে চেক রিপাবলিকের অর্থনীতির অগ্রগতি প্রত্যাশার চেয়ে কমে গেছে।