হোম > প্রযুক্তি

ডিজিটাল উদ্যোগে সহায়তা করবে ক্রাউডফান্ডলি ও অথল্যাব

প্রযুক্তি ডেস্ক

সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্ম ক্রাউডফান্ডলি ও ওয়ার্ডপ্রেস বিশেষজ্ঞ প্রতিষ্ঠান অথল্যাবের পক্ষ থেকে একসঙ্গে নানা রকম ডিজিটাল সেবার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রতিষ্ঠান দুটি যৌথভাবে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।

সিলেটভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অথল্যাব গ্রাহকদের নানা রকম ডিজিটাল সেবা ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে। গ্লোবাল গ্রাহকদের জন্য ওয়ার্ডপ্রেস প্লাগ ইন তৈরির পাশে এ ধরনের সেবা বিক্রিও করে প্রতিষ্ঠানটি। আর ক্রাউডফান্ডলি অনলাইনে তহবিল সংগ্রহের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এখন এই দুই প্রতিষ্ঠান মিলে ডিজিটাল উদ্যোগ বাস্তবায়নে তহবিল সংগ্রহে সহায়তার পাশাপাশি বিভিন্ন ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে তাদের সঙ্গে থাকছে ডাবলুপি ডেভেলপার।

ডাবলুপি ডেভেলপার গত আট বছর ধরে সফটওয়্যার নির্মাণসহ নানা রকম কাজ করছে। তারা এ পর্যন্ত ২৫টির বেশি সফটওয়্যার বানিয়েছে। বিশ্বব্যাপী ৩০ লাখের বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে এসব সফটওয়্যারের। অথল্যাবের একটি বিশেষ উদ্যোগ হচ্ছে ডাবলুপি ম্যানাজ নিনজা ওয়ার্ডপ্রেস। এই প্রতিষ্ঠান মার্কেটে সক্রিয়ভাবে কাজ করছে এবং দারুণ সব প্রডাক্ট তৈরি করছে। তারা মূলত ওয়ার্ডপ্রেস প্লাগ ইন তৈরির ক্ষেত্রে বিশেষজ্ঞ।

ডাবলুপি ডেভেলপারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আসিফ রাহমান সাম্প্রতিক এই যৌথ উদ্যোগে বেশ উচ্ছ্বসিত। তিনি ক্রাউডফান্ডলিরও সহপ্রতিষ্ঠাতা। তিনি জানান, ক্রাউডফান্ডলি ও ডাবলুপি ডেভেলপার মিলে গ্রাহকদের জন্য নানা রকম ডিজিটাল পণ্য নিয়ে আসবে। এ ছাড়া ডিজিটাল উদ্যোগ বাস্তবায়নে তহবিল তৈরিতেও সাহায্য করবে। 

ক্রাউডফান্ডলির প্রতিষ্ঠাতা আরিফুর রহমান বলেন, এই যৌথ উদ্যোগ গ্রাহক সেবায় শক্তিশালী ভূমিকা রাখবে।

অথল্যাবের প্রতিষ্ঠাতা শাহজাহান জুয়েল ও ডাবলুপি ডেভেলপারের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, তাঁরা গ্রাহকদের জন্য শিগগিরই নানা ধরনের ডিজিটাল সেবা নিয়ে আসছেন। ছোট ও মাঝারি পর্যায়ের প্রযুক্তি ও ডিজিটাল উদ্যোক্তারা এর সুফল পাবেন।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব