হোম > প্রযুক্তি

এআই দিয়ে বিক্রেতাদের পণ্যের পেজ তৈরির সুবিধা দেবে আমাজন

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন একটি ফিচার যুক্ত করেছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম আমাজন। প্ল্যাটফর্মটির বাইরের ওয়েবসাইট থেকে বিক্রেতাদের তথ্য নিয়ে পণ্য বিক্রির জন্য আমাজনের ওয়েসসাইটে একটি পেজ তৈরি করে দেবে এই ফিচার। পেজটিতে পণ্যের ছবি ও বিস্তারিত তথ্যও যুক্ত করে দেবে এই জেনারেটিভ এআই। 

আমাজনের বিশ্বব্যাপী বিক্রয় অভিজ্ঞতা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেরি বেথ ওয়েস্টমোরল্যান্ড বলেন, এই ফিচারের লক্ষ্য হল—একটি ভিন্ন ওয়েবসাইট থেকে আমাজনে পণ্য আনার ক্ষেত্রে বিক্রেতাদের সময় বাঁচানো। 

বিক্রেতাদের সতর্ক করে আমাজন বলে, যদি তারা পণ্যের জন্য পেজ তৈরি করতে চান তাহলে তাদের ওয়েবসাইটের লিংক আমাজনের ওয়েবসাইটে পেস্ট করতে হবে। তবে এ জন্য অবশ্যই বিক্রেতাদের এই লিংকের মালিকানা থাকতে হবে বা লিংকের কনটেন্ট ব্যবহার করার লাইসেন্স থাকতে হবে। সেই সঙ্গে ওয়েবসাইটের মালিকানাকে বিক্রেতারা ভুলভাবে উপস্থাপন করলে তার বিরুদ্ধে আমাজন আইনি ব্যবস্থা নেবে। 

ব্যবহারের জন্য ফিচারটি এখন ছাড়া হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের বিক্রেতারা ফিচারটি ব্যবহার করতে পারবেন। 

ওয়েস্টমোরল্যান্ড বলেন, এখন পর্যন্ত আমাজন যতগুলো এআই টুল চালু করেছে বিক্রেতারা তা গ্রহণ করেছে। যেমন: আমাজনের এআই দিয়ে তৈরি পণ্যের লিস্ট তৈরির সার্ভিসটি ‘প্রায় ৮০ শতাংশ’ বিক্রেতা ব্যবহার করেন। এআই দিয়ে পণ্যের লিস্ট তৈরির করার পর সেগুলো সামন্য এডিট করেন বিক্রেতারা। 

বিগত কয়েক মাসে আমাজন অনেকগুলো এআই টুল উন্মোচন করেছে। বিক্রেতাদের জন্য এআই দিয়ে ছবি ও পণ্যের তালিকার টেক্সট তৈরি করার জন্য টুল নিয়ে এসেছে এই কোম্পানি। 

গত মাসে ক্রেতাদের জন্য রুফাস নামের একটি এআই চ্যাটবট নিয়ে আসে আমাজন। এর মাধ্যমে পণ্য সম্পর্কে ক্রেতাদের প্রশ্নের উত্তর দিতে, একই পণ্য খুঁজে দিতে ও পণ্যের মধ্যে তুলনা করার জন্য এআই চ্যাটবটটির নকশা করা হয়েছে। তবে চ্যাটবটটি একদম নিখুঁত নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, চ্যাটবটটিকে নির্দেশনা দিলে এটি পণ্য নিয়ে ঠাট্টা করে ও গান তৈরি করে দেয়। 

এআই প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে আমাজন। কোম্পানিটির ক্লাউড সেবা এডাব্লুএস (আমাজন ক্লাউড সার্ভিস) এআইভিত্তিক বিভিন্ন মডেল নিয়ে কাজ করছে। টেক্সট টু ইমেজ জেনারেটর মডেলও নিয়ে আসে আমাজন। আমাজন ক্লাউড সার্ভিস ইকমার্স প্ল্যাটফর্মের এআইকে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় শক্তি দেয়। 

তথ্যসূত্র: দ্য ভার্জ

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি

ভারতে স্টারলিংকের মূল্য ফাঁস নিয়ে বিভ্রান্তি, বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি