হোম > প্রযুক্তি

আইফোন ১৬ সিরিজের উৎপাদন বাড়াতে ৫০ হাজার কর্মী নিয়োগ দিয়েছে ফক্সকন 

আইফোন ১৬ সিরিজের উৎপাদন বাড়াতে ৫০ হাজার কর্মী নিয়োগ করেছে অ্যাপলের অন্যতম সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন। চীনের চেংচৌ অঞ্চলে অবস্থিত কোম্পানিটির কারখানায় এই নিয়োগ দেওয়া হয়েছে। 

চলতি বছর ১০ শতাংশ উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। বেশি বিক্রির আশায় কোম্পানিটি মোট ৯০ মিলিয়ন বা ৯ কোটি আইফোন ১৬ মডেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এ জন্য ফক্সকনের মাধ্যমে চীনের কারখানাটিতে উৎপাদন প্রক্রিয়া জোরদার করেছে অ্যাপল। বিশ্বের বৃহত্তম আইফোন উৎপাদনের ঘাঁটি হিসেবে পরিচিত কারখানাটি এখন পূর্ণ ক্ষমতায় কাজ করছে। গত দুই সপ্তাহে অতিরিক্ত ৫০ হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। 

অ্যাপলের বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের কেন্দ্রবিন্দু হলো চেংচৌ কারখানাটি। এটি কোম্পানির প্রায় ৮০ শতাংশ আইফোন উৎপাদন করে। আইফোন উৎপাদনের মৌসুম সাধারণ আগস্ট থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত হয়ে থাকে। তাই এই সময়ে উৎপাদনশীলতা বাড়াতে ফক্সকন বিপুলসংখ্যক কর্মী নিয়োগ দিয়েছে। 

চীনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কর্মীদের আকৃষ্ট করতে মজুরি ও বোনাস উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ফক্সকন। গত জুলাইয়ের শেষের দিকে কোম্পানিটি ঘণ্টায় ২৫ ইউয়ান পর্যন্ত মজুরি বাড়ানোর বিজ্ঞাপন দেয় এবং ৬ হাজার ইউয়ান থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ ইউয়ান বোনাস নির্ধারণ করে। 

কোম্পানিটির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ‘অ্যাপল ইন্টেলিজেন্সের’ জন্য আইফোন ১৬ সিরিজের বিক্রি বেশি হবে বলে আশা করছে অ্যাপল। শুধু আইফোন ১৫ প্রো মডেল ও নতুন আইফোন ১৬ সিরিজের মডেলগুলোতে এআই ফিচারগুলো পাওয়া যাবে। 

আইফোন ১৬ মডেলে স্যামসাংয় ও এলজি ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হতে পারে। তাই গত জুনে স্যামসাং ও এলজি ডিসপ্লের উৎপাদন বাড়িয়েছে বলে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে। অ্যাপল প্রায় ৮০ মিলিয়ন বা ৮ কোটি স্যামসাংয়ের ডিসপ্লে ও ৪৩ মিলিয়ন বা ৪ কোটি ৫০ লাখ এলজি ডিসপ্লে কিনছে বলে ধারণা করা হচ্ছে। 

এ ছাড়া চীনের স্মার্টফোন বাজারেও চাহিদা বৃদ্ধির জন্যও আইফোনের উৎপাদন বাড়ানো হচ্ছে। সম্প্রতি আইফোনে বিভিন্ন ছাড় দেওয়ার জন্য চীনে আবারও আইফোনের চাহিদা বৃদ্ধি পেয়েছে। 

আইফোন ১৬ মডেল সিরিজ দিয়ে শুরু করে ভারতে আরও বড় ধরনের আইফোন মডেল তৈরি করার পরিকল্পনা করছে অ্যাপল। আগামী মাসে নতুন সিরিজটি উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে। 

তথ্যসূত্র: ম্যাক রিউমার

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি

ভারতে স্টারলিংকের মূল্য ফাঁস নিয়ে বিভ্রান্তি, বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি