হোম > প্রযুক্তি

ভারতে অ্যাপল স্টোর উদ্বোধন করলেন টিম কুক 

প্রযুক্তি ডেস্ক

আজ (১৮ এপ্রিল) মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারতের প্রথম অ্যাপল স্টোর উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। এই স্টোর উদ্বোধন করতেই মূলত কুক ভারত সফর করছেন। আগামী বৃহস্পতিবার দিল্লিতে দ্বিতীয় অ্যাপল স্টোর উদ্বোধন করা হবে। 

সিএননের প্রতিবেদন অনুযায়ী, ভারতে অ্যাপল ২৫ বছর ধরে তাঁদের কার্যক্রম পরিচালনা করছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, ভারতে অ্যাপল ব্র্যান্ডের পর পর দুটি স্টোর উদ্বোধন ভারতে অ্যাপলের বিশেষ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। 

ভারতে বিদেশি পণ্য বিক্রি করতে কঠোর নিয়মনীতি মেনে সরকারি অনুমতি নিতে হয়। ফলে ভারতে স্টোর খুলতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে অ্যাপলকে।
 
গত সোমবার (১৭ এপ্রিল) একটি বিবৃতিতে কুক ভারতে অ্যাপলের চলমান সম্প্রসারণের দিকে ইঙ্গিত করে বলেন, নতুন এই উদ্বোধনের বছরটি ভারতে অ্যাপলের কার্যক্রমের ২৫ তম বছরের সঙ্গে মিলে গেছে।

কুক বলেন, ‘ভারতের অনেক সুন্দর সংস্কৃতি রয়েছে। আমরা এখানে আমাদের দীর্ঘস্থায়ী ইতিহাস তৈরি করতে উৎসাহী। আমরা আমাদের গ্রাহকদের সমর্থন, স্থানীয় সম্প্রদায়গুলিতে বিনিয়োগ এবং একটি ভালো ভবিষ্যৎ গড়তে চাই।’

অ্যাপল জানিয়েছে, স্টোরটি ২২ হাজার স্কয়ারফিট জায়গাজুড়ে থাকবে। গত জানুয়ারি থেকেই বিক্রয়কেন্দ্রের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া শুরু হয়েছে। ২০২১ সালে এটি খোলার পরিকল্পনা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি।

বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোর থেকে গ্রাহকেরা লেটেস্ট আইফোন ১৪ মডেল, ম্যাকবুক, আইপ্যাড, এয়ারকম, অ্যাপল ঘড়ি, অ্যাপল টিভি এবং হোমপডসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন। এ ছাড়া, অ্যাপলের বিভিন্ন সেবাও পাওয়া যাবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি