হোম > প্রযুক্তি

ভারতে অ্যাপল স্টোর উদ্বোধন করলেন টিম কুক 

প্রযুক্তি ডেস্ক

আজ (১৮ এপ্রিল) মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারতের প্রথম অ্যাপল স্টোর উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। এই স্টোর উদ্বোধন করতেই মূলত কুক ভারত সফর করছেন। আগামী বৃহস্পতিবার দিল্লিতে দ্বিতীয় অ্যাপল স্টোর উদ্বোধন করা হবে। 

সিএননের প্রতিবেদন অনুযায়ী, ভারতে অ্যাপল ২৫ বছর ধরে তাঁদের কার্যক্রম পরিচালনা করছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, ভারতে অ্যাপল ব্র্যান্ডের পর পর দুটি স্টোর উদ্বোধন ভারতে অ্যাপলের বিশেষ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। 

ভারতে বিদেশি পণ্য বিক্রি করতে কঠোর নিয়মনীতি মেনে সরকারি অনুমতি নিতে হয়। ফলে ভারতে স্টোর খুলতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে অ্যাপলকে।
 
গত সোমবার (১৭ এপ্রিল) একটি বিবৃতিতে কুক ভারতে অ্যাপলের চলমান সম্প্রসারণের দিকে ইঙ্গিত করে বলেন, নতুন এই উদ্বোধনের বছরটি ভারতে অ্যাপলের কার্যক্রমের ২৫ তম বছরের সঙ্গে মিলে গেছে।

কুক বলেন, ‘ভারতের অনেক সুন্দর সংস্কৃতি রয়েছে। আমরা এখানে আমাদের দীর্ঘস্থায়ী ইতিহাস তৈরি করতে উৎসাহী। আমরা আমাদের গ্রাহকদের সমর্থন, স্থানীয় সম্প্রদায়গুলিতে বিনিয়োগ এবং একটি ভালো ভবিষ্যৎ গড়তে চাই।’

অ্যাপল জানিয়েছে, স্টোরটি ২২ হাজার স্কয়ারফিট জায়গাজুড়ে থাকবে। গত জানুয়ারি থেকেই বিক্রয়কেন্দ্রের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া শুরু হয়েছে। ২০২১ সালে এটি খোলার পরিকল্পনা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি।

বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোর থেকে গ্রাহকেরা লেটেস্ট আইফোন ১৪ মডেল, ম্যাকবুক, আইপ্যাড, এয়ারকম, অ্যাপল ঘড়ি, অ্যাপল টিভি এবং হোমপডসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন। এ ছাড়া, অ্যাপলের বিভিন্ন সেবাও পাওয়া যাবে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব