হোম > প্রযুক্তি

বন্ধ ফেসবুকেই সক্রিয় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ইন্টারনেট বন্ধ ছিল পাঁচ দিন। এরপর গত মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট খুলে দেওয়া হয়েছে। অবশ্য বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ-মাধ্যমগুলো, বিশেষ করে ফেসবুক। সেই বন্ধ মাধ্যমেই সক্রিয় থাকতে দেখা গেছে একজন প্রতিমন্ত্রীকে।

গতকাল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ওই প্রতিমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, গত বুধবার থেকে তিনি একাধিক পোস্ট করছেন। এগুলোর কয়েকটিতে তিনি ক্যাপশনের পাশাপাশি ভিডিও শেয়ার করেছেন। একই সঙ্গে তিনি বিভিন্ন সংবাদের নিউজ ও ভিডিও লিংক শেয়ার করেছেন।

প্রতিমন্ত্রীর ফেসবুক পেজে ২৪ জুলাই প্রথম কোটা সংস্কার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে দেওয়া প্রজ্ঞাপনের তথ্য নিয়ে ক্যাপশনসহ ছবি পোস্ট করা হয়েছে। এর আগে ১৮ জুলাই জাতীয় সংসদের টানেলে আইনমন্ত্রী আনিসুল হকের সংবাদ ব্রিফিংয়ের ছবিসহ সংবাদের তথ্য পোস্ট করেন তিনি।

বন্ধ ফেসবুকে ওই প্রতিমন্ত্রী কীভাবে সক্রিয় রয়েছেন, জানতে তাঁকে ফোন করে কোনো সাড়া পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠিয়েও জবাব পাওয়া যায়নি।

দেশে ১৬ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেটে ফেসবুক ব্যবহারে বিঘ্ন ঘটার কথা জানান ব্যবহারকারীরা। ১৮ জুলাই থেকে সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়। ২৩ জুলাই মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হলেও ফেসবুক বন্ধ রয়েছে।

এর আগে রাজধানীর একটি হোটেলে এক সেমিনার শেষে ১৭ জুলাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানি ও সহিংসতার ঘটনায় ফেসবুক দায়ী। 

গত বুধবার তিনি বলেন, ফেসবুক নিজেদের গাইডলাইন ও প্রাইভেসি পলিসি নিজেরাই মানে না। এ জন্য ফেসবুককে চিঠি দেওয়া হবে। তারা যদি শুনানিতে অংশ নিয়ে সন্তোষজনক জবাব দিতে পারে, তাহলে ফেসবুক চলবে। অন্যথায় বন্ধ রাখা হবে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সরকার ফেসবুক, ইউটিউব বন্ধ করল। অথচ একজন প্রতিমন্ত্রী এই দুই মাধ্যমেই দুদিন ধরে পোস্ট করছেন।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব