হোম > প্রযুক্তি

থ্রেডস আনছে নতুন বাটন, ৫ মিনিটের মধ্যে পোস্ট এডিট করা যাবে

এক্সের (টুইটার) প্রতিযোগী প্ল্যাটফর্ম থ্রেডসে এডিট বাটন আনার ঘোষণা দিল মার্ক জাকারবার্গ। এই বাটনের মাধ্যমে পোস্ট শেয়ার করার পাঁচ মিনিটের মধ্যে বিনামূল্যে পোস্ট এডিট করা যাবে। ফিচারটি আসার আগে কোনো পরিবর্তন করতে চাইলে পুরো পোস্টটি ডিলিট করে পুনরায় পোস্ট (রিপোস্ট) করতে হতো। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

গত বছর এডিট বাটনটি এক্স প্ল্যাটফর্মে যুক্ত করা হয়। এটি ব্যবহার করার জন্য প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রিপশন ফি দিতে হয়। তবে থ্রেডসে  ফিচারটি ব্যবহারের জন্য গ্রাহককে কোনো খরচ করতে হবে না। এডিট বাটনটি মোবাইল ও ওয়েব দুই ভার্সনেই পাওয়া যাবে। 

পোস্ট এডিট করার হিস্ট্রি থ্রেডস দেখাবে না। এদিকে  স্বচ্ছতা বজায় রাখতে ও ভুল তথ্য ছড়ানো বন্ধে এক্সে পোস্ট এডিট করার হিস্ট্রি দেখা যায়। এ ক্ষেত্রে অসুবিধা হল,  থ্রেডসে কোনো কিছু পোস্ট করে অনেক লাইক ও রিপোস্ট পাওয়ার পর  ব্যবহারকারীরা এডিট করে পোস্টটির বার্তা পরিবর্তন করতে পারবে। তাই এডিট বাটনটি বিদ্বেষ ছড়ানো কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা থেকে যায়। 

‘ভয়েস থ্রেডস’ নামের আরেক নতুন ফিচার থ্রেডসে যুক্ত করার ঘোষণা দিয়েছে জাকারবার্গ। ফিচারটি ব্যবহার করে প্ল্যাটফর্মটিতে ভয়েস পোস্ট করা যাবে। যারা টেক্সটের চেয়ে ভয়েস অপশন ব্যবহার করতে চায়, মূলত তাদের জন্য ফিচারটি আনা হয়েছে। নতুন থ্রেডস পোস্ট বা রিপ্লাইতে ভয়েস অপশনটি ব্যবহার করা যাবে। মাইক্রোফোন আইকনটিতে চাপ দিলে এই ভয়েস রেকর্ড হবে। ব্যবহারকারীর অডিও ক্লিপটির ক্যাপশন স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। পরবর্তীতে এই ক্যাপশন এডিটও করা যাবে। 

এক্স প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মার্ক জাকারবার্গ নতুন ফিচারগুলোর উন্মোচন করে। থ্রেডেসের একজন কর্মীর ভুল করে এ বিষয়ে স্ক্রিনশট প্রকাশ করে। স্ক্রিনশটটি প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা দেখার পর জাকারবার্গ নতুন ফিচারগুলো ঘোষণা দেয়। ট্রেন্ডিং টপিকের তালিকা ও বিভিন্ন বিষয়ে কতগুলো ‘থ্রেডস’ সক্রিয় তা স্ক্রিনশটে  দেখা যায়।
 
এক্সের মত থ্রেডসের ট্রেন্ডের তালিকা টপিক অনুযায়ী (যেমন–নিউজ, স্পোর্টস) দেখা যায় না। থ্রেডসে পারসোনালাইজড ‘ফর ইউ’ পেজটিও নেই। তবে ট্রেন্ড পেজটি এই প্ল্যাটফর্মে যুক্ত হলে এক্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকবে থ্রেডস।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি