হোম > প্রযুক্তি

সার্চ হিস্ট্রি গোপন রাখতে

প্রযুক্তি ডেস্ক

প্রতিদিন নানান কাজে সার্চ দিতে হয় ব্রাউজারে। সেখানকার সার্চ হিস্ট্রিতে থেকে যায় সেই তথ্যগুলো। এসব ব্যক্তিগত তথ্য সিস্টেম ব্যবহার করে অন্য কারও জেনে নেওয়া অসম্ভব নয়। এতে যেমন ব্যক্তিগত বিষয় অন্যের গোচরে চলে যেতে পারে, তেমনি নষ্ট হতে পারে ব্যক্তিগত সুরক্ষাও। ফলে এসব তথ্য গোপন বা সুরক্ষিত রাখা খুব জরুরি। 

সার্চ হিস্ট্রি গোপন রাখার কিছু উপায়

গুগল ক্রোম: গুগল ক্রোমে সার্চ হিস্ট্রি গোপন রাখতে হলে ইনকগনিটো ব্রাউজিং মুডটি ব্যবহার করতে হবে। ব্রাউজারের ইনকগনিটো মুড বা প্রাইভেট মুড চালু করলে খোঁজাখুঁজির সব তথ্য ও কুকি তথ্য ব্রাউজারে সংরক্ষিত থাকে না। এই মুডে কোনো কিছু খুঁজলে নির্দিষ্ট সেশনের পরে তা নিজে থেকেই মুছে যাবে। এ ছাড়া গুগল অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে পাসওয়ার্ড ব্যবহার করলে সার্চ হিস্ট্রি সুরক্ষিত থাকবে। গুগল সার্চ হিস্ট্রিতে পাসওয়ার্ড যুক্ত করার পর যা কিছুই খোঁজা হোক না কেন, সেগুলো অন্য কেউ দেখতে পারবে না। পরে পুরো সার্চ হিস্ট্রি দেখতে হলে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে তবেই সেগুলো দেখা যাবে।

মজিলা ফায়ার ফক্স: ফায়ার ফক্স ব্রাউজারে কিছু খোঁজার তথ্য গোপন রাখতে প্রাইভেট ব্রাউজিং মুডটি ব্যবহার করতে হবে। এ মুডে ফায়ার ফক্স তথ্য সংরক্ষণ করে না। ফায়ার ফক্স ওপেন করলে ‘মেনু’ বা ‘হ্যামবার’ বাটনটিতে ক্লিক করে ‘নতুন প্রাইভেট উইন্ডো’ বা ‘নতুন প্রাইভেট ট্যাব’ সিলেক্ট করতে হবে। তাহলে ব্রাউজারটি আর তথ্য সংরক্ষণ করবে না।

অপেরা: অপেরা ব্রাউজারে, ‘প্রাইভেট ট্যাব’ বা ‘প্রাইভেট উইন্ডো’ ব্যবহার করে সার্চ হিস্ট্রি গোপন রাখা যায়। অপেরা ওপেন করে মেনুতে গিয়ে ‘নতুন প্রাইভেট উইন্ডো’ বা ‘নতুন প্রাইভেট ট্যাব’ সিলেক্ট করতে হবে।

সাফারি: সাফারি ব্রাউজারেও ‘প্রাইভেট ব্রাউজিং’ অপশনটি ব্যবহার করে সার্চ হিস্ট্রি গোপন রাখা যায়। সাফারি ওপেন করে ‘ফাইল’ মেনুতে গিয়ে ‘নতুন প্রাইভেট উইন্ডো’ সিলেক্ট করতে হবে। তাতে আপনার তথ্য সুরক্ষিত থাকবে। 

সূত্র: ট্রিপওয়ার

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব