হোম > প্রযুক্তি

স্কুলশিক্ষার্থীদের এআই শিক্ষা বাধ্যতামূলক করল চীন

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

চীন সরকার ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিতে এগিয়ে রাখতে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে দেশটির সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এআই শেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থীকে এআইয়ের ওপর বছরে কমপক্ষে ৮ ঘণ্টা ক্লাস করতে হবে।

প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত খেলার ছলে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক পাঠ দেওয়া হবে। মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের চিকিৎসা, কৃষি বা ট্রাফিক ব্যবস্থায় এআই কীভাবে কাজ করে; তা শেখানো হবে। মেশিন লার্নিং, ডেটা অ্যানালাইসিস এবং এআই উদ্ভাবনের নীতিশাস্ত্র পড়ানো হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের।

এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে চীনের শিক্ষামন্ত্রী হুয়াই জিনপেং বলেছেন, ‘এআই শুধু প্রযুক্তি নয়, এটি শিক্ষার গতানুগতিক ধারাকে বদলে দেবে। আমাদের লক্ষ্য, শিশুরা যেন নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হয়। তাই ভবিষ্যতের জন্য এমন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’

এ বছরের মধ্যে চীন এআই শিক্ষার রোডম্যাপ প্রকাশ করবে। তাতে থাকবে বিস্তারিত নীতি ও বাস্তবায়নের পরিকল্পনা। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ চীনকে এআই প্রযুক্তিতে আরও প্রভাব বিস্তার করতে সাহায্য করবে। টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোতে দক্ষ কর্মী গড়ে উঠবে। স্কুলে পড়ার সময় থেকে এআই শেখানো হলে শিক্ষার্থীরা সমস্যা সমাধান ও সৃজনশীল চিন্তা করতে শিখবে।

চীনের এই উদ্যোগ শুধু শিক্ষাব্যবস্থায় নয়, ভবিষ্যৎ অর্থনীতি ও প্রযুক্তি খাতেও বড় প্রভাব ফেলবে। বিশ্বজুড়ে এআই প্রতিযোগিতায় চীনকে একধাপ এগিয়ে রাখতে এই সিদ্ধান্তকে ‘গেম চেঞ্জার’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: রয়টার্স

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি