হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবির স্ক্রিনশট নেওয়া যাবে না

ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করায় আরও গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে কেউ প্রোফাইল ছবির স্ক্রিনশট নিতে পারবে না। ফলে একজনের ছবি দিয়ে অন্যজন ভুয়া বা নকল অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। 

ফিচারটি সর্বপ্রথম লক্ষ্য করে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ। অ্যান্ড্রয়েড ফোনের নতুন আপডেটে হোয়াটসঅ্যাপে অন্য কারও প্রোফাইল ছবি তুলতে চাইলে একটি এরর মেসেজ দেখা যাবে। এই ফিচার অ্যাপটিতে ডিফল্ট হিসেবে থাকবে বলে আশা করা হচ্ছে। 

এই ফিচার পরীক্ষা করে দেখা গেছে, শুধু ফুল স্ক্রিনের প্রোফাইল ছবির স্ক্রিনশট তোলা যায় না। তবে চ্যাট থ্রেডের ওপর মিনি প্রোফাইল বা প্রোফাইল রিভিউ থেকে স্ক্রিনশট নেওয়া যায়। তাই এ ক্ষেত্রেও একটি বাধা থাকার প্রয়োজন ছিল। তবে এর মাধ্যমে কম রেজল্যুশনে ছবি তোলা যায়। 

এখনো হোয়াটসঅ্যাপের সব সংস্করণে ফিচারটি দেখা যায়নি। বেটা ভি২.২৪. ৬.১৬ সংস্করণে এই ফিচার দেখা গিয়েছে। 
 
হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ টেলিগ্রামে ও সিগন্যালে এই ফিচার নেই। 
ছদ্মবেশ ও অন্যান্য গোপনীয়তার উদ্বেগকে ঠেকাতে ফিচারটি নিয়ে এসেছে মেটা। ফেসবুকেও ব্যক্তিগত প্রোফাইলে স্ক্রিনশট নেওয়া যায় না। 

নিজের প্রোফাইল ছবির সুরক্ষা নিয়ে বেশি উদ্বিগ্ন হলে ছবিটি কিছু মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
 ১. হোয়াটসঅ্যাপ চালু করুন। 
২. চ্যাট ট্যাব থেকে ওপরের ডান পাশে তিনটি ডট থেকে সেটিংস অপশনে ট্যাপ করুন। 
৩. প্রাইভেসি অপশনে প্রবেশ করুন। 
৪. প্রোফাইল ছবি অপশন থেকে যাদের কাছে থেকে ছবিটি লুকাতে চান তাদের নির্বাচন করুন। 

এভাবে কিছু মানুষ থেকে নিজের প্রোফাইল ছবি লুকিয়ে রাখতে পারবেন। আর প্রোফাইল ছবি ডিলিট করার অপশন তো আছেই। 

কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে একসঙ্গে পাঁচটি চ্যাট ও তিনটি মেসেজ পিন করার ফিচারও নিয়ে এসেছে। এর আগে প্ল্যাটফর্মটিতে কেবল একটি মেসেজ ও তিনটি মেসেজ পিন করার সুবিধা ছিল। ফিচারটি পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। 

এছাড়া চ্যাটিংয়ের ফিচারকে আরও উন্নত করার জন্য গত ফেব্রুয়ারিতে চারটি টেক্সট ফরম্যাট অপশন নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এগুলো মাধ্যমে চ্যাটের মধ্যেই বুলেট ও নম্বর তালিকা, বল্ক কোটস বা উদ্ধৃতি হাইলাইটস ও ইনলাইন কোড তৈরি করা যাবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি