হোম > প্রযুক্তি

জনপ্রিয় ছবি এডিটিং অ্যাপ কিনছে অ্যাপল

পিক্সেলমেটর প্রো অ্যাডোবি ফটোশপের একটি কার্যকর এবং সাশ্রয়ী বিকল্প হয়ে উঠেছে। ছবি: পিক্সেলমেটর

জনপ্রিয় ছবি এডিটিং বা সম্পাদনার অ্যাপ ‘পিক্সেলমেটর’–কে কিনে নেবে অ্যাপল। এর মাধ্যমে পিক্সেলমেটর প্রো, আইওএস এর পিক্সেলমেটর অ্যাপ ও ফটোমেটর প্ল্যাটফর্ম টেক জায়ান্টটির নিয়ন্ত্রণাধীন হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ছবি তৈরি ও এডিটিং ফিচারের ওপর গুরুত্ব দিচ্ছে অ্যাপল। সম্প্রতি আইওএসে ‘ক্লিন আপ’ ফিচার চালু করেছে কোম্পানিটি, যা গুগলের ম্যাজিক ইরেজার ফিচারের মতো কাজ করে। তাই পিক্সেলমেটর প্রযুক্তি ফটোজ অ্যাপে ব্যবহারের জন্য অ্যাপল কোম্পানিটিকে কিনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকেরা।

গত শুক্রবার এক ব্লগ পোস্টে পিক্সেলমেটর বলে, এই চুক্তির মাধ্যমে অ্যাপটি আরও বিস্তৃত গ্রাহকের কাছে পৌঁছাবে এবং সারা বিশ্বের সৃজনশীল মানুষের জীবনযাত্রায় আরও বেশি প্রভাব ফেলা যাবে।

তবে চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। চুক্তিটি এখনো প্রক্রিয়াধীন। কোম্পানিটি কেনার জন্য নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায় রয়েছে অ্যাপল। তবে এই অধিগ্রহণের প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে মাইক্রোসফট অ্যাকটিভেশন ব্লিজার্ডকে সফলভাবে অধিগ্রহণ করলেও নিয়ন্ত্রক চাপের কারণে এনভিডিয়া ও আর্ম, আমাজন ও আইরোবট, এবং সাম্প্রতিক সময়ে অ্যাডোবি ও ফিগমার চুক্তি বাতিল হয়েছে।

২০২০ সালে জনপ্রিয় আবহাওয়া অ্যাপ ডার্ক স্কাই অধিগ্রহণ করে অ্যাপল। তবে ২০২২ সালে অ্যাপটি বন্ধ করে দেয় এবং এর প্রযুক্তি নিজস্ব আবহাওয়া অ্যাপের সঙ্গে সংযুক্ত করে। তবে, অ্যাপল কর্তৃক অধিগ্রহণ করা অন্যান্য সফটওয়্যার প্যাকেজ, যেমন ফাইনাল কাট এবং লজিক প্রো এখনো চালু রয়েছে।

পিক্সেলমেটর প্রো অ্যাডোবি ফটোশপের একটি কার্যকর এবং সাশ্রয়ী বিকল্প হয়ে উঠেছে। কারণ অ্যাপটি কিনতে মাত্র একবারের জন্য ৪৯ দশমিক ৯৯ ডলার খরচ করতে হয়। এতে ছবি এডিটিং, রিটাচিং, ডিজাইন তৈরি, ছবি আঁকার মতো কাজ করা যায়। এসব কাজের জন্য এতে অনেক অত্যাধুনিক টুল রয়েছে। অ্যাপটির সর্বশেষ আপডেটে মাস্কিং ফিচারটি আরও উন্নত করা হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটি ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার ক্ষমতা যোগ করা হয়েছে।

তথ্যসূত্র: দ্য ভার্জ

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও