হোম > প্রযুক্তি

সৌদি আরব ও কুয়েতে নারীদের ‘হার্ট’ ইমোজি পাঠালে হতে পারে জেল

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইটে বা হোয়াটসঅ্যাপের মতো ম্যাসেজিং প্ল্যাটফর্মে নারীদের ‘হার্ট’ ইমোজি পাঠালে কারাদণ্ড হতে পারে বলে সতর্ক করেছে কুয়েত ও সৌদি আরবের কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের এ দুই দেশের আইনে এমন শাস্তি রয়েছে বলে গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কোনো নারীকে লাল হার্ট ইমোজি পাঠানো ব্যভিচারে প্ররোচনার অপরাধ হিসাবে বিবেচিত হবে, যদি তিনি বিষয়টি নিয়ে আপত্তি করেন। 

আইনজীবী হায়া আল শালাহি বলেন, কুয়েতের এই অপরাধে সাব্যস্ত হলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ দুই হাজার কুয়েতি দিনার (প্রায় ৭ লাখ টাকা) জরিমানা হবে। 

আর সৌদি আরবে এই অপরাধে দোষী সাব্যস্ত হবেন, তাদের একলাখ সৌদি রিয়াল (প্রায় ২৯ লাখ টাকা) জরিমানা ও দুই থেকে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। 

সৌদি সাইবার ক্রাইম বিশেষজ্ঞের মতে, দেশের আইনে হোয়াটসঅ্যাপে যেকোনো মেয়েকে লাল হৃদয় পাঠানোকে ‘হয়রানি’ হিসেবে বিবেচনা করা হবে। 

সৌদি আরবের অ্যান্টি-ফ্রড অ্যাসোসিয়েশনের সদস্য আল মোয়াতাজ কুতবি বলেন, সংক্ষুব্ধ পক্ষ মনে অভিযোগ করলে অনলাইনে কথোপকথনের সময় কিছু ছবি ও অভিব্যক্তি হয়রানিমূলক অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। 

অপরাধের পুনরাবৃত্তি করলে তিন লাখ সৌদি রিয়াল জরিমানা ও পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ