হোম > প্রযুক্তি

‘রেসিস্ট’ শব্দের বদলে ট্রাম্পের নাম নিল আইফোন

আইফোনের ডিকটেশন টুলটি সাময়িকভাবে ‘বর্ণবাদী’ শব্দটিকে ‘ট্রাম্প’ হিসাবে ট্রান্সক্রাইব করেছে। ছবি: সংগৃহীত

আইফোনে এক অদ্ভুত ঘটনার কারণে সমালোচনার মুখে পড়েছে অ্যাপল। গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়ে উঠেছে, যেখানে দেখা যাচ্ছে আইফোনের ভয়েস-টু-টেক্সট ডিকটেশন টুল ‘রেসিস্ট’ বা ‘বর্ণবাদী’ শব্দটি প্রাথমিকভাবে ‘ট্রাম্প’ হিসেবে ট্রান্সক্রাইব করছে। এরপর এটি স্বয়ংক্রিয়ভাবে সঠিক শব্দে প্রতিস্থাপিত করছে।

এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে অনেকেই এই ঘটনাকে একটি ষড়যন্ত্র বলে মনে করছেন। এমনকি ষড়যন্ত্র তাত্ত্বিক অ্যালেক্স জোনসও এই বিষয়ে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ট্রান্সক্রাইব শব্দটি মূলত একটি প্রক্রিয়া বোঝায় যেখানে মৌখিক ভাষা বা শব্দকে লেখা বা লিখিত আকারে রূপান্তর করা হয়। যেমন: যখন কেউ কথা বলে এবং সেই কথাগুলো কোনো ডিকটেশন টুল বা সফটওয়্যারের মাধ্যমে লিখিত আকারে পরিণত হয়, তাকে ট্রান্সক্রাইব বলা হয়।

অ্যাপল নিজেদের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে যে, এটি একটি ধ্বনিগত সৃষ্ট সমস্যা। অর্থাৎ, আইফোনের ডিকটেশন টুল ‘আর’ অক্ষরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ শব্দগুলো সঠিকভাবে শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে। অ্যাপল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘আমরা ডিকটেশন প্রযুক্তির স্পিচ রিকগনিশন মডেলের একটি ত্রুটি সম্পর্কে অবহিত এবং আমরা আজই একটি আপডেট ছেড়েছি।’

তবে, বিশেষজ্ঞরা অ্যাপলের ব্যাখ্যায় সন্তুষ্ট নয়।

বিবিসির প্রতিবেদনে স্পিচ টেকনোলজি প্রফেসর পিটার বেল বলেছেন, অ্যাপলের ব্যাখ্যাটি ‘একেবারেই অমূলক’। দ্য নিউ ইয়র্ক টাইমস এর সঙ্গে কথা বলেছিলেন এক প্রাক্তন অ্যাপল কর্মী, যিনি কোম্পানির এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি নিয়ে কাজ করেছেন। তিনি জানান, এটি হয়তো ‘একটি গুরুতর প্র্যাংক (রসিকতা) ’ ছিল, যা বেশ বিশ্বাসযোগ্য মনে হচ্ছে।

প্র্যাংকের ব্যাখ্যাটি কিছুটা যুক্তিসংগত মনে হলেও, এটি প্রথমবার নয় যে অ্যাপলের এআই সিস্টেম ব্যর্থ হয়েছে। সম্প্রতি, অ্যাপলকে তাদের এআই নিউজ সারাংশ ফিচারটি আইফোন থেকে তুলে নিতে হয়েছিল। কারণ সেটি ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ ভুল এবং তৈরি করা শিরোনাম প্রদান করছিল।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অ্যাপল এই ত্রুটি ইতিমধ্যে ঠিক করেছে।

তথ্যসূত্র: ম্যাশেবল

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি