হোম > প্রযুক্তি

গুগল ম্যাপস থেকে লোকেশন শেয়ার করবেন যেভাবে

কোনো গন্তব্যের দিক–নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের লোকেশন অন্যদের শেয়ার করার সুবিধাও দেয় গুগল ম্যাপস। এই লোকেশন শেয়ারের মাধ্যমে সহজেই পরিবার, বন্ধু ও সহকর্মীদের নিজের অবস্থান জানানো যায়। কয়েকটি ধাপ অনুসরণ করলেই গুগল ম্যাপস থেকে খুব সহজে লোকেশন শেয়ার করা যাবে। 

গুগল ম্যাপস থেকে লোকেশন শেয়ার করবেন যেভাবে

১. গুগল ম্যাপ অ্যাপ খুলুন
মোবাইল ফোনে গুগল ম্যাপস অ্যাপটি খুলুন। গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা আছে নাকি তা নিশ্চিত করুন। 

২. নিজের অবস্থান শনাক্ত করুন
নিজের বর্তমান অবস্থান ম্যাপে শনাক্ত করুন। এজন্য গুগল ম্যাপসকে ডিভাইসের লোকেশন সার্ভিস ব্যবহার করার অনুমতি দিতে হবে। ম্যাপসে নিজের অবস্থান দেখা গেলে এরপর তা শেয়ার করা যাবে। 

৩. লোকেশন আইকোন বা ব্লু ডট ট্যাপ করুন 
ম্যাপসের মধ্যে একটি ব্লু ডট দেখা যাবে যা আপনার লোকেশন নির্দেশ করে। ব্লু ডটে ট্যাপ করলে একটি মেনু দেখা যাবে। 

৪.‘শেয়ার ইউওর লোকেশন’ নির্বাচন করুন 
মেনু থেকে ‘শেয়ার ইউওর লোকেশন’ বা এই ধরনের অপশন নির্বাচন করুন। এর ফলে গুগল ম্যাপস একটি লিংক তৈরি করবে বা শেয়ার করার জন্য বিভিন্ন অপশন দেবে। 

৫. গ্রাহক ও সময় নির্বাচন করুন 
যার সঙ্গে লোকেশন শেয়ার করবেন তার কন্টাক্ট ডিটেইলস অ্যাপসটিতে দিন। মেসেজে, ইমেইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বা অন্যান্য মাধ্যমে গুগল ম্যাপসের লিংকটি শেয়ার করা যাবে। এ ছাড়া অন্যদের সঙ্গে লোকেশন কতক্ষণ শেয়ার করতে চান তার সময়ও বেঁধে দেওয়া যায়। 

৬. লিংকটি সেন্ড করুন 
লোকেশন শেয়ারের জন্য কন্টাক্ট বা মাধ্যম নির্বাচন করার পর সেন্ড বাটনে ট্যাপ করুন। গুগল ম্যাপসের একটি লিংক তৈরি হবে ও এর মাধ্যমে গ্রাহক আপনার বর্তমান অবস্থান দেখতে পারবে। 

৭. শেয়ার করা লোকেশন দেখা 
শেয়ার করা লিংকে ট্যাপ করলে গ্রাহকদের গুগল ম্যাপস চালু হবে এবং আপনার বর্তমান অবস্থান দেখতে পারবে। আপনার অবস্থান পরিবর্তনে সঙ্গে সঙ্গে তার লোকেশন ম্যাপসে দেখানো হবে। গ্রাহকেরা চাইলে এই অবস্থানের দিক নির্দেশনাও গুগল ম্যাপসে দেখতে পারবেন। 

৮. লোকেশন শেয়ার বন্ধ করুন 
নিজের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য লোকেশন শেয়ার কীভাবে বন্ধ করতে হয় তা জেনে রাখা উচিত। গুগল ম্যাপসে মেনুতে দিয়ে ‘স্টপ শেয়ারিং’ খুঁজে বের করুন বা প্রয়োজন অনুসারে শেয়ারিং সেটিংস সমন্বয় করুন।

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট