হোম > প্রযুক্তি

বন্ধ হতে পারে যেসব আইফোন

নাহিয়ান ইসলাম

আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৫ সিরিজ। এ নিয়ে চলছে মোবাইল ফোনপ্রেমীদের নানান জল্পনা। গত বছর অ্যাপল আইফোন-১৪ সিরিজের মাধ্যমে তাদের ডিসপ্লে ডিজাইনে বেশ পরিবর্তন এনেছিল। ফলে সিরিজ ১৫-তে কী থাকবে কিংবা কী ঘটাতে চলেছে প্রতিষ্ঠানটি, এ নিয়ে উন্মুখ হয়ে আছে পুরো টেক দুনিয়া। বিভিন্ন টেক মিডিয়ার রিপোর্ট থেকে ধারণা করা হচ্ছে, এই সিরিজেও আগের মতো আইফোন ১৫, ১৫ প্লাস, ১৫ প্রো এবং আইফোন প্রো ম্যাক্স—এই চার মডেল আনা হবে।

তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিডিউলড আইফোন আপগ্রেডের ফলে ব্যবহারকারীরা একাধিক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তাই যত দ্রুত সম্ভব আইফোন ব্যবহারকারীদের তাঁদের ফোনটি সাম্প্রতিকতম আইওএস ভার্সনে আপডেট করে নিতে হবে।

অ্যাপল খুব কম সময়ই তাদের কোনো ফোন তিন বছরের বেশি সময় বাজারে রাখে। কিন্তু আইফোন-১৫ সিরিজ লঞ্চের পর খুব দ্রুত আইফোন-১২, আইফোন-১৪ প্রো, আইফোন-১৪ প্রো ম্যাক্স এবং আইফোন-১৩ মিনি বন্ধ হয়ে যেতে পারে। 

কী হবে আপডেট না করলে
যদি আপনার পুরোনো আইফোনটি আপডেট না করেন, তাহলে ভবিষ্যতে ফোনের অ্যাকসেস পাবেন না। ম্যাপ নেভিগেট করা, ফোনে সিরি ভয়েস কন্ট্রোল, জরুরি অ্যাপের জন্য অ্যাপ স্টোর—এসবের কিছুই আপডেট করতে পারবেন না। ফলে আইওএসের পুরোনো সংস্করণের একাধিক জরুরি ফাংশন ব্যবহার করা যাবে না। এ ছাড়া মে মাসের প্রথম দিকে অ্যাপল পরিষেবাগুলোর অ্যাকসেস হারাতে পারেন। আই ক্লাউড বাদে আইওএস ১১-১১.২.৬ সফটওয়্যারের ডিভাইসগুলোতে কাজ করা বন্ধ হয়ে যাবে। নতুন সিকিউরিটি ফিচার এবং আপগ্রেডগুলো ব্যবহার করতে আইফোন ৫, ৬, ৭ মডেলটি আইওএস ১৫-এ আপডেট করে নিতে হবে। যদিও আইফোন ৫, ৬, ৭ কখনো আইওএস ১৬ সাপোর্ট করবে না। ফলে ধরেই নেওয়া যায় আইফোন ৫, ৬, ৭-এর মতো অনেক আইফোনের মডেল বন্ধ করে দেওয়া হতে পারে।  

সূত্র: মিন্ট, গিজমোচায়না

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের