হোম > প্রযুক্তি

মাস্ক টুইটার কেনায় বিকল্প আনার পরিকল্পনা জ্যাক ডরসির

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। মাস্ক টুইটার কেনায় এবার বিকল্প আনার পরিকল্পনা করছেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি।

আজ রোববার এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, এরই মধ্যে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম আনার কাজ শুরু করেছেন জ্যাক ডরসি। এমনকি নতুন এই সামাজিক যোগাযোগমাধ্যমের বেটা ভার্সনের পরীক্ষা-নিরীক্ষার কাজও চলছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মাস্কের হাতে টুইটারের নিয়ন্ত্রণ আসার এক সপ্তাহ আগে ডরসি ঘোষণা দেন, নতুন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ব্লুস্কাই’ অ্যাপের বেটা ভার্সনের পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়েছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ‘বেটা ভার্সনের পরীক্ষা-নিরীক্ষার পরবর্তী ধাপটি হলো প্রোটোকল পরীক্ষা শুরু করা। এরপর সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রোটোকল একটি জটিল প্রক্রিয়া। নেটওয়ার্ক স্থাপনের পর কয়েকটি পক্ষের কাছ থেকে সমন্বয়ের প্রয়োজন হয়। এ কারণে আমরা ব্যক্তিগতভাবে বেটা ভার্সন শুরু করছি।’ 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বেটা ভার্সনের পরীক্ষা-নিরীক্ষার সময়ে প্রোটোকল সংক্রান্ত বিষয়গুলোর পুনরাবৃত্তি করা হবে এবং কীভাবে অ্যাপ কাজ করে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। যখন অ্যাপটির কাজ চূড়ান্ত হবে তখন আমরা এটিকে বেটা ভার্সনেই সবার জন্য উন্মুক্ত করে দেব।’ 

নতুন অ্যাপটিতে অ্যাথেন্টিকেটেড ট্রান্সফার প্রোটোকল (এটি প্রোটোকল) ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, ২০১৯ সালে টুইটার কর্তৃপক্ষই ‘ব্লুস্কাই’ প্রতিষ্ঠা করে। পরে ২০২২ সালের মে মাসে জ্যাক ডরসি টুইটারের পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেন। এর আগে ২০২১ সালের নভেম্বরে টুইটারের সিইও পদ থেকে পদত্যাগ করেন জ্যাক ডরসি।

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও