হোম > প্রযুক্তি

অপেরা ব্রাউজারে যুক্ত হচ্ছে গুগলের জেমিনি 

বিস্তারিত ও সাম্প্রতিক তথ্য দেওয়ার জন্য অপেরা ব্রাউজারের সঙ্গে যুক্ত হলো গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল জেমিনি। এটি অপেরা ব্রাউজারের বিদ্যমান এআই এক্সটেনশন আরিয়াকে সমর্থন দেবে। 

গত বছর এআই অ্যাসিস্ট্যান্ট আরিয়া উন্মোচন করে অপেরা। এটি কোড লেখা, ওয়েবসাইটের সারাংশ তৈরি, প্রশ্নের উত্তর দেওয়ার মতো বিভিন্ন কাজে সাহায্য করে। এসব কাজের জন্য আরিয়া একটি এআই মডেলের ওপর নির্ভর করে না। যে কাজে যেই এআই মডেল ভালো কাজ করে সেটিই আরিয়া ব্যবহার করে। এই নতুন সংযোজনের মাধ্যমে আরিয়া জেমিনি মডেলও ব্যবহার করতে পারবে। ফলে সাম্প্রতিক তথ্যগুলোও জানাতে পারবে আরিয়া। 

অপেরার গেমিং ব্রাউজার অপেরা জিএক্স থেকে শুরু করে কোম্পানিটির সকল ব্রাউজারে গুগলের জেমিনি পাওয়া যাবে। সাইজ ও কর্মক্ষমতা অনুযায়ী জেমিনির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের পরিবারে একাধিক মডেল অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে জেমিনি সবচেয়ে ছোট। এটি মোবাইল ফোনের মতো ছোট ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে। আর জেমিনি প্রো ১ দশমিক ৫ ও জেমিনি প্রো ১ দশমিক ৫ ফ্লাস মাঝারি আকারের। এসব মডেলের মধ্যে সবচেয়ে বড় হলো জেমিনি আলট্রা। এটি গুগলের এআই মডেলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। জেমিনি চ্যাটবটের জন্য জেমিনি প্রো ও জেমিনি আলট্রা মডেল ব্যবহার করে গুগল। 

আরিয়াতে গুগল যুক্ত করার ফলে এটি মানুষের মতো উচ্চ স্বরে কথোপকথন করতে পারবে। গুগলের টেক্সট–টু–অডিও এআই মডেল যুক্ত করার ফলে আরিয়া চ্যাটগুলো জোরে জোরে বলতে পারবে। 

এর আগেও অপেরাতে গুগলের এআই মডেল ব্যবহার করা হয়েছে। গত এপ্রিলে আরিয়াতে গুগলের ইমাজেন ২ মডেল যুক্ত করা হয়। তাই টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে অপেরা ব্রাউজার ছবি তৈরি করে দিতে পারবে। 

তথ্যসূত্র: দ্য ভার্জ

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি