হোম > প্রযুক্তি

যেভাবে চিনবেন এআই দিয়ে তৈরি ছবি

প্রযুক্তি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার চমকে দুনিয়া বিমোহিত। কিন্তু মনে রাখতে হবে, এটি দিয়ে তৈরি ছবির মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মগুলোয় ছড়ানো হচ্ছে গুজব; যা আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তাই শুধু এর চমকে আটকে থাকলে চলবে না, জানতে হবে এআই দিয়ে তৈরি করা ছবি চেনার উপায়।

গুগল বার্ডকে একবার প্রশ্ন করা হয়েছিল, মানুষের আঁকা ছবি এবং এআইয়ের আঁকা ছবি চেনার উপায় কী। গুগল বার্ড এর উত্তর দেওয়ার পাশাপাশি এটিও জানিয়ে দিয়েছিল, ‘মনে রাখবেন, এই পদ্ধতিগুলো সব সময় সঠিক নয়।’ অর্থাৎ একই পদ্ধতি সব সময় সব ছবি চেনার জন্য কাজ না-ও করতে পারে। তবে গুগল বার্ডের দেওয়া টিপস অনুসরণ করে এআই দিয়ে তৈরি অনলাইন প্ল্যাটফর্মের অনেক ছবি চিহ্নিত করা সম্ভব। সেগুলো পরীক্ষা করে ধরা যাবে কে এঁকেছে ছবি—মেশিন নাকি মানুষ।

ছবির আলো ও ছায়া পরীক্ষা করুন
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিগুলোয় প্রায়ই অস্বাভাবিক আলো ও ছায়া দেখা যায়। যেমন ছবির একই বস্তুতে বিভিন্ন আলোর উৎস  থাকতে পারে। অথবা ছায়া অস্বাভাবিকভাবে  তীব্র বা নিস্তেজ হতে পারে। একটু পরীক্ষা করলেই কাল্পনিক দৃশ্যের অতিরঞ্জিত বিষয়বস্তু বোঝা যাবে।

ছবির বিবরণ বোঝার চেষ্টা করুন
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে প্রায়ই কম বিবরণ থাকে। গভীরভাবে খেয়াল করলে দেখা যাবে, ছবির বিষয়বস্তুর রেখাগুলো অস্বাভাবিক রকমের মসৃণ অথবা ছবির ডিটেইলিং অস্পষ্ট।

ছবির সামগ্রিক বিষয় দেখে নিন
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ভালোভাবে দেখলে বোঝা যাবে, এগুলোয় অস্বাভাবিক বা অবাস্তব কাজের ছাপ থাকে। অথবা ছবিতে এমন কিছু থাকতে পারে, যেসব আঁকা প্রায় অসম্ভব। কিংবা ছবির বিষয়বস্তু এমনভাবে সাজানো থাকতে পারে, যা আমাদের দেখা জাগতিক বিষয়বস্তুর মতো নয়।

ছবির উৎস খুঁজে দেখুন
কোনো ছবি দেখে যদি মনে প্রশ্ন তৈরি হয়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার আঁকা কি না, তখন এর উৎস পরীক্ষা করে দেখতে হবে। গুগল ইমেজেস বা টিন আই ডট কমের মতো বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যেগুলোর সাহায্যে পরীক্ষা করে নেওয়া যেতে পারে—ছবিটি মানুষের, নাকি মেশিনের আঁকা।

তথ্যসূত্র: গুগল বার্ড

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও