হোম > প্রযুক্তি

মেটাকে ‘চরমপন্থী প্রতিষ্ঠান’ ঘোষণার আহ্বান 

প্রযুক্তি ডেস্ক

ফেসবুকের মাতৃ প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মকে ‘চরমপন্থী প্রতিষ্ঠান’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার আইনজীবীরা। দেশটির একটি আদালতে তাঁরা এই আহ্বান জানান। শুক্রবার রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় আইনজীবীরা মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামের পরিষেবা সীমাবদ্ধ করার জন্য দেশটির যোগাযোগ পর্যবেক্ষণকারী সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছিল, ভ্লাদিমির পুতিন ও রুশ সৈন্যদের বিরুদ্ধে ‘সহিংস বার্তা’ প্রচার করতে কিছু দেশের ব্যবহারকারীদের অনুমতি দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। ইউক্রেনে চলমান আগ্রাসনের আলোকে রুশ সেনাবাহিনীর প্রতি ‘সহিংস অনুভূতি’ প্রকাশ করার জন্য মেটার নীতিতে সাময়িক এই পরিবর্তন। 

মেটার এই পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়ার আদালতে একটি মামলা দায়ের করেছে দেশটির তদন্তকারীরা। 

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রুশ সৈন্যদের মৃত্যু কামনা করে হিংসাত্মক বাণী প্রচার করার জন্য অস্থায়ীভাবে সম্মতি দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে রুশ বেসামরিক নাগরিকদের কটাক্ষ করে কিছু প্রচার করার অনুমতি দেয়নি মেটা। 

মেটার একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ইউক্রেনে চলমান আগ্রাসনের আলোকে রুশ সশস্ত্র বাহিনীর প্রতি সহিংস অনুভূতি প্রকাশ করার জন্য তাদের নীতির সাময়িক এই পরিবর্তন। 

সংশোধিত নীতির অধীনে রাশিয়া, ইউক্রেন ও পোল্যান্ডের ব্যবহারকারীরা রুশ রাষ্ট্রপতি পুতিন এবং বেলারুশের রাষ্ট্রপতি লুকাশেঙ্কোর মৃত্যু কামনা করে বাণী প্রচার করতে পারবেন। 

ফেসবুক ও এর অন্যান্য প্ল্যাটফর্ম রাশিয়ায় ব্লক করা হয়েছে বলে গত সপ্তাহে এক ঘোষণায় জানিয়েছিল দেশটির সরকার। রাশিয়ার অভিযোগ, ২০২০ সালের অক্টোবর থেকে রুশ মিডিয়ার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে আসছে ফেসবুক। 

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি