হোম > প্রযুক্তি

ভারতে গুগলকে ১৬ কোটি ডলার জরিমানা 

প্রযুক্তি ডেস্ক

অ্যান্ড্রয়েডের বাজারে প্রভাব খাটানোর দায়ে কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই) গুগলকে ১৬ কোটি ডলার জরিমানা করেছিল। এই রায়ের বিরুদ্ধে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনালে (এনসিএলএটি) আবেদন করে গুগল। তবে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ফলে আগামী ৩০ দিনের মধ্যে এই জরিমানা দিতে হবে গুগলকে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গুগলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিজেদের প্রভাব খাটানোর অভিযোগ ছিল। সব অ্যান্ড্রয়েড ডিভাইসে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ‘গুগল’ রাখতে বাধ্য করা হচ্ছে। মূলত এই অভিযোগের ভিত্তিতেই জরিমানা করা হয়। এর আগে অনলাইনে সার্চ ও অ্যান্ড্রয়েড প্লে স্টোরে নিজেদের বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন—গুগল ক্রোম ও ইউটিউবকে বাড়তি সুবিধা দেওয়া নিয়ে অভিযোগ উঠছিল গুগলের বিরুদ্ধে।

সিসিআই গুগলকে ফোন নির্মাতাদের ওপর থেকে যাবতীয় বিধিনিষেধ সরাতে ও ফোনে গুগল অ্যাপ প্রি-ইনস্টলের শর্ত তুলে দিতে বলেছিল। তবে গুগল দাবি করে আসছিল, গ্রাহকসেবার কথা ভেবেই এটি তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে।

এনসিএলএটির চেয়ারপারসন বিচারক অশোক ভূষণ ও তথ্য প্রযুক্তিবিষয়ক সদস্য অলোক শ্রীবাস্তব জানিয়েছেন, গুগলের কার্যক্রমের বিষয়ে তদন্তের ক্ষেত্রে কোথাও ন্যায়বিচার লঙ্ঘিত হয়নি। ফলে ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ দিতে হবে গুগলকে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি