হোম > প্রযুক্তি

মাইক্রোসফট এজে পরিবর্তন আসছে

প্রযুক্তি ডেস্ক

২০১৫ সালে ইন্টারনেট এক্সপ্লোরার বাদ দিয়ে ব্যবহারকারীদের জন্য ‘এজ’ নামে নতুন ধরনের ব্রাউজার বাজারে আনে মাইক্রোসফট। শুরুতে ইন্টারফেসে ভিন্নতা থাকলেও ২০২০ সালে ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারে রূপ নেয় এটি। ফলে গুগল ক্রোম ব্রাউজারের সঙ্গে অনেক ফিচারের সাদৃশ্য তৈরি হয়।

পরে ইন্টারফেস এবং ব্যবহারের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে ক্রোমে নেই এমন বেশ কিছু নতুন ফিচার যোগ করে মাইক্রোসফট। কিন্তু অতিরিক্ত ফিচারের চাপে এজ ক্রোমের চেয়ে ধীরগতির হয়ে যায়।

এ জন্য মাইক্রোসফট সামনের দিনগুলোতে কিছু ফিচার বাদ দিতে যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের মতে, এজের নতুন সংস্করণে পাঁচটির মতো ফিচার বাদ দেওয়া হবে। এগুলো হলো ম্যাচ সলভার, পিকচার ডিকশনারি, সাইটেশনস, গ্রামার টুলস ও কিডস মুড। এ মাসের মাঝামাঝি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে ‘এজ ১১৭’।

ফিচার বাদ দেওয়ার বিষয়ে মাইক্রোসফট গত ২৫ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে। আরও ব্যবহারবান্ধব ও টুল মেনু সহজ করতেই মূলত এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

এই প্রতিষ্ঠান সম্প্রতি  ব্রাউজারের সঙ্গে বিং এআইসহ ড্রপ, নতুন অ্যাপ ও ফিচারের জন্য আলাদা সাইডবার যুক্ত করেছে। এর বাইরে ব্রাউজারের ‘মোর মেনু’তে আরও কিছু টুল আছে। সবকিছু একই ব্রাউজারে যুক্ত করার ফলে বিভ্রান্তিতে পড়ছে ব্যবহারকারীরা।

অতিরিক্ত ফিচার এবং টুলের চাপে যেকোনো সাইট ব্রাউজ করতে অন্যান্য ব্রাউজার থেকে মাইক্রোসফট এজে বেশি সময় লাগবে। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব