হোম > প্রযুক্তি

এআই প্রকল্পে হলিউড তারকাদের কণ্ঠ ব্যবহারের জন্য লাখ ডলারের প্রস্তাব মেটার

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই প্রকল্পে হলিউড তারকাদের কণ্ঠ ব্যবহারের জন্য লাখ লাখ ডলার প্রস্তাব দিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। এ জন্য জুডি ডেঞ্চ, অ্যাকুয়াফিনা ও কিগান মাইকেল কি এর মতো জনপ্রিয় তারকাদের সঙ্গে আলোচনা করছে কোম্পানিটি। এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস ও ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

এসব তারকারদের কণ্ঠ ‘মেটাএআই’ ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করবে মেটা। ফলে এসব অ্যাসিস্ট্যান্ট পছন্দের তারকাদের কণ্ঠে ব্যবহারকারীদের জবাব দেবে। মেটার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও রে ব্যান স্মার্ট গ্লাসে এই অ্যাসিসটেন্স ব্যবহার করা হবে। 

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বরে মেটার ‘কানেক্ট’ ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে মেটার এআইভিত্তিক বিভিন্ন পণ্য উন্মোচন করবে কোম্পানিটি। তাই ইভেন্টটির আগেই এসব চুক্তি চূড়ান্ত করতে চাইছে মেটা। 

প্রস্তাবিত চুক্তিটি চূড়ান্ত হলে এসব তারকাদের কণ্ঠ এআই অ্যাসিস্ট্যান্টে নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করতে পারবে মেটা। এরপরে চুক্তিটি নবায়ন করার সুযোগ থাকবে। তবে নির্দিষ্ট করে কোন কোন সেলিব্রিটি ও জনপ্রিয় ব্যক্তিত্ব মেটার সঙ্গে চুক্তিবদ্ধ হবে তা এখনো নিশ্চিত নয়। মেটার তরফ থেকেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এমনকি প্রতিষ্ঠানটির মুখপাত্রও সেলিব্রিটি ভয়েস সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। 

তবে তারকাদের প্রতিনিধির সঙ্গে আলোচনাটি সহজ নয়। কারণ তাদের কণ্ঠ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন কঠিন শর্ত জুড়ে দিচ্ছেন। মেটার হয়ে এআই সেলিব্রিটি কণ্ঠ খোঁজার অভিযানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে হলিউডের টপ ট্যালেন্ট এজেন্সিগুলো। 

প্রতিবেদনে বলা হয়, এআই প্রযুক্তির জন্য বাজেটও বাড়িয়েছে মেটা। ২০২৪ সালের ৩ কোটি ডলার বাজেট বেড়ে তা ৩ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছেছে। 

বিনোদন জগতে তারকাদের কণ্ঠ ব্যবহারের ফলে এআই প্রভাব নিয়ে উদ্বিগ্ন অনেকেই। 

গত বছর এআই বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে ধর্মঘটে নেমেছিলেন অভিনেতা ও লেখকেরা। তবে অভিনেতাদের ইউনিয়ন এসএজি–এএফটিআরএ বিভিন্ন শর্ত দিয়ে মেটার সঙ্গে চুক্তিতে পৌঁছেছে। 

এর আগে টেক্সট ভিত্তিক সেলিব্রেটি চ্যাটবট তৈরি করে মেটা। এআই নিয়ে টেক জায়ান্টরা প্রতিযোগিতা করছে। মেটার নতুন পদক্ষেপ এআই ভিত্তিক ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের ধারণা পাল্টে দিতে পারে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি