হোম > প্রযুক্তি

গুগল ও অ্যাপলের ৫ কোটি ৫ লাখ ডলার জরিমানা হতে পারে

আইন লঙ্ঘন করে অ্যাপের বাজারে প্রভাব খাটানোর দায়ে গুগল ও অ্যাপলের সর্বোচ্চ ৫ কোটি ৫ লাখ ডলার জরিমানা হতে পারে বলে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার এ ঘোষণা দেয় বলে রয়টার্স জানিয়েছে।

কোরিয়া কমিউনিকেশনস কমিশন (কেসিসি) এক বিবৃতি বলেছে, প্রযুক্তি জগতের এই দুই রাঘব-বোয়াল অ্যাপ ডেভেলপারদের নির্দিষ্ট পেমেন্ট মেথড বা লেনদেন ব্যবস্থা গ্রহণে বাধ্য করেছে এবং অ্যাপ রিভিউ করতে অন্যায়ভাবে দেরি করেছে। 

দুই কোম্পানিকে বেআইনি পদক্ষেপ সংশোধনের আহ্বান জানিয়ে কেসিসি বলেছে, তা না হলে জরিমানা করা হবে। এবিষয়ে গুগল ও অ্যাপলের মন্তব্য পাওয়া যায়নি।

২০২১ সালে দক্ষিণ কোরিয়া টেলিযোগাযোগ ব্যবসা সংক্রান্ত আইন সংশোধন করে সফটওয়্যার ডেভেলপারদের পক্ষ থেকে অ্যাপ স্টোর অপারেটরদের পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে বাধ্য করা নিষিদ্ধ করে।

কেসিসি বলছে, অ্যাপ ডেভেলপারদের নির্দিষ্ট পেমেন্ট সিস্টেম ব্যবহারে বাধ্য করে গুগল ও অ্যাপল এই আইন লঙ্ঘন করছে। দেশীয় অ্যাপ ডেভেলপারদের উপর বৈষম্যমূলক ফি আরোপ করে বাজারে সুষম প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করছে অ্যাপল। 

কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করার পর ৬ হাজার ৮০০ কোটি ওন পর্যন্ত জরিমানা করার সিদ্ধান্ত নিতে পারে নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে গুগলের ৪ হাজার ৭৫০ কোটি ওন ও অ্যাপলের ২ হাজার ৫০ কোটি ওন জরিমানা হতে পারে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি