হোম > প্রযুক্তি

গুগল ও অ্যাপলের ৫ কোটি ৫ লাখ ডলার জরিমানা হতে পারে

আইন লঙ্ঘন করে অ্যাপের বাজারে প্রভাব খাটানোর দায়ে গুগল ও অ্যাপলের সর্বোচ্চ ৫ কোটি ৫ লাখ ডলার জরিমানা হতে পারে বলে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার এ ঘোষণা দেয় বলে রয়টার্স জানিয়েছে।

কোরিয়া কমিউনিকেশনস কমিশন (কেসিসি) এক বিবৃতি বলেছে, প্রযুক্তি জগতের এই দুই রাঘব-বোয়াল অ্যাপ ডেভেলপারদের নির্দিষ্ট পেমেন্ট মেথড বা লেনদেন ব্যবস্থা গ্রহণে বাধ্য করেছে এবং অ্যাপ রিভিউ করতে অন্যায়ভাবে দেরি করেছে। 

দুই কোম্পানিকে বেআইনি পদক্ষেপ সংশোধনের আহ্বান জানিয়ে কেসিসি বলেছে, তা না হলে জরিমানা করা হবে। এবিষয়ে গুগল ও অ্যাপলের মন্তব্য পাওয়া যায়নি।

২০২১ সালে দক্ষিণ কোরিয়া টেলিযোগাযোগ ব্যবসা সংক্রান্ত আইন সংশোধন করে সফটওয়্যার ডেভেলপারদের পক্ষ থেকে অ্যাপ স্টোর অপারেটরদের পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে বাধ্য করা নিষিদ্ধ করে।

কেসিসি বলছে, অ্যাপ ডেভেলপারদের নির্দিষ্ট পেমেন্ট সিস্টেম ব্যবহারে বাধ্য করে গুগল ও অ্যাপল এই আইন লঙ্ঘন করছে। দেশীয় অ্যাপ ডেভেলপারদের উপর বৈষম্যমূলক ফি আরোপ করে বাজারে সুষম প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করছে অ্যাপল। 

কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করার পর ৬ হাজার ৮০০ কোটি ওন পর্যন্ত জরিমানা করার সিদ্ধান্ত নিতে পারে নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে গুগলের ৪ হাজার ৭৫০ কোটি ওন ও অ্যাপলের ২ হাজার ৫০ কোটি ওন জরিমানা হতে পারে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব