গুগল ডকসে লেখার সময় ইমোজি যুক্তের সুবিধা ব্যবহারকারীদের অনেক আগেই দিয়েছিল গুগল। এবার গুগল ডকসের মন্তব্যে ইমোজির মাধ্যমে রিয়্যাক্টের সুবিধা এনেছে প্রতিষ্ঠানটি। মন্তব্যে রিয়্যাক্টের সুবিধার সঙ্গে ইন্টারনেট ব্যবহারকারীরা মূলত ফেসবুক,ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো থেকে পরিচিত।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভে প্রতিবেদন অনুযায়ী, এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, ডকসের মন্তব্যে নতুন এই সুবিধার ফলে দ্রুত ও সৃজনশীল উপায়ে ব্যবহারকারীরা মত প্রকাশের সুযোগ পাবে। গুগল বর্তমানে এই সুবিধা র্যাপিড রিলিজ ডোমেইনে উন্মুক্ত করেছে। গত ৩ মে থেকে এই সুবিধা চালু করা হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, এআই’র প্রতিযোগিতায় অংশ নিতেই মূলত গুগলের এই সিদ্ধান্ত। তবে সবগুলো টুল কবে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এগুলো আসবে।
অন্যান্য ফিচারের তুলনায় রাইটিং ও ব্রেইনস্টর্মিং ফিচার দুটো সবচেয়ে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। গুগল এই সুবিধা কে ফাংশনকে নিজেদের প্রেস রিলিজ তৈরিতেও ব্যবহার করবে। বুলেট পয়েন্ট দিলেই ড্রাফট তৈরি করে দেবে টুলটি। কাস্টমারের জন্য ব্যক্তিগত মেইল তৈরিতে বিভিন্ন বুলেট পয়েন্ট এবং বড় মেইলকে সারসংক্ষেপ করার ডেমো দেখিয়েছে গুগল।