হোম > প্রযুক্তি

ফেসবুক, ইনস্টাগ্রামের মতো গুগল ডকসের মন্তব্যেও রিয়্যাক্ট দেওয়া যাবে

প্রযুক্তি ডেস্ক

গুগল ডকসে লেখার সময় ইমোজি যুক্তের সুবিধা ব্যবহারকারীদের অনেক আগেই দিয়েছিল গুগল। এবার গুগল ডকসের মন্তব্যে ইমোজির মাধ্যমে রিয়্যাক্টের সুবিধা এনেছে প্রতিষ্ঠানটি। মন্তব্যে রিয়্যাক্টের সুবিধার সঙ্গে ইন্টারনেট ব্যবহারকারীরা মূলত ফেসবুক,ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো থেকে পরিচিত।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভে প্রতিবেদন অনুযায়ী, এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, ডকসের মন্তব্যে নতুন এই সুবিধার ফলে দ্রুত ও সৃজনশীল উপায়ে ব্যবহারকারীরা মত প্রকাশের সুযোগ পাবে। গুগল বর্তমানে এই সুবিধা র‌্যাপিড রিলিজ ডোমেইনে উন্মুক্ত করেছে। গত ৩ মে থেকে এই সুবিধা চালু করা হয়েছে।

এর আগে, জিমেইল, ডকস, ও শিটসহ বিভিন্ন ওয়ার্কস্পেস অ্যাপে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার এনেছে গুগল। এআই টুলকে কোনো টপিকের নাম লিখে দিলে আস্ত একটি লেখা তৈরি করে দেবে এটি। নির্দেশনা অনুযায়ী এটি পরবর্তীতে লেখাকে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনও করতে পারবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, এআই’র প্রতিযোগিতায় অংশ নিতেই মূলত গুগলের এই সিদ্ধান্ত। তবে সবগুলো টুল কবে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এগুলো আসবে। 

অন্যান্য ফিচারের তুলনায় রাইটিং ও ব্রেইনস্টর্মিং ফিচার দুটো সবচেয়ে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। গুগল এই সুবিধা কে ফাংশনকে নিজেদের প্রেস রিলিজ তৈরিতেও ব্যবহার করবে। বুলেট পয়েন্ট দিলেই ড্রাফট তৈরি করে দেবে টুলটি। কাস্টমারের জন্য ব্যক্তিগত মেইল তৈরিতে বিভিন্ন বুলেট পয়েন্ট এবং বড় মেইলকে সারসংক্ষেপ করার ডেমো দেখিয়েছে গুগল।

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি