হোম > প্রযুক্তি

ফেসবুক, ইনস্টাগ্রামের মতো গুগল ডকসের মন্তব্যেও রিয়্যাক্ট দেওয়া যাবে

প্রযুক্তি ডেস্ক

গুগল ডকসে লেখার সময় ইমোজি যুক্তের সুবিধা ব্যবহারকারীদের অনেক আগেই দিয়েছিল গুগল। এবার গুগল ডকসের মন্তব্যে ইমোজির মাধ্যমে রিয়্যাক্টের সুবিধা এনেছে প্রতিষ্ঠানটি। মন্তব্যে রিয়্যাক্টের সুবিধার সঙ্গে ইন্টারনেট ব্যবহারকারীরা মূলত ফেসবুক,ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো থেকে পরিচিত।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভে প্রতিবেদন অনুযায়ী, এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, ডকসের মন্তব্যে নতুন এই সুবিধার ফলে দ্রুত ও সৃজনশীল উপায়ে ব্যবহারকারীরা মত প্রকাশের সুযোগ পাবে। গুগল বর্তমানে এই সুবিধা র‌্যাপিড রিলিজ ডোমেইনে উন্মুক্ত করেছে। গত ৩ মে থেকে এই সুবিধা চালু করা হয়েছে।

এর আগে, জিমেইল, ডকস, ও শিটসহ বিভিন্ন ওয়ার্কস্পেস অ্যাপে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার এনেছে গুগল। এআই টুলকে কোনো টপিকের নাম লিখে দিলে আস্ত একটি লেখা তৈরি করে দেবে এটি। নির্দেশনা অনুযায়ী এটি পরবর্তীতে লেখাকে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনও করতে পারবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, এআই’র প্রতিযোগিতায় অংশ নিতেই মূলত গুগলের এই সিদ্ধান্ত। তবে সবগুলো টুল কবে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এগুলো আসবে। 

অন্যান্য ফিচারের তুলনায় রাইটিং ও ব্রেইনস্টর্মিং ফিচার দুটো সবচেয়ে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। গুগল এই সুবিধা কে ফাংশনকে নিজেদের প্রেস রিলিজ তৈরিতেও ব্যবহার করবে। বুলেট পয়েন্ট দিলেই ড্রাফট তৈরি করে দেবে টুলটি। কাস্টমারের জন্য ব্যক্তিগত মেইল তৈরিতে বিভিন্ন বুলেট পয়েন্ট এবং বড় মেইলকে সারসংক্ষেপ করার ডেমো দেখিয়েছে গুগল।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি