হোম > প্রযুক্তি

চ্যাটজিপিটি নাকি গুগল এআই বার্ড

নাহিয়ান ইসলাম

গুগল এআই বার্ড হলো একধরনের চ্যাটবট, যা গুগলের ডায়ালগ অ্যাপ্লিকেশনের ওপর ভিত্তি করে তৈরি করা। এখানে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সেট করেছে, যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকাকালীন ব্যবহারকারীদের নানা প্রশ্নের উত্তর দেবে। আর এই ‘বার্ড’ দুই বছর আগে প্রকাশ করা ল্যাম্বডার আধুনিক সংস্করণ। গুগলের তৈরি ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন (এলএমডিএ) নামের ল্যাঙ্গুয়েজ মডেলকে ভিত্তি করে কাজ করবে এই চ্যাটবট সার্ভিস। গুগল শিগগির সার্চ ইঞ্জিনের হালনাগাদ প্রকাশ করবে। তবে তা কবে প্রকাশ করবে, তার দিনক্ষণ এখনো জানানো হয়নি।

প্রযুক্তি অঙ্গনে বর্তমান সময়ের আলোচিত চ্যাটবট সার্ভিস চ্যাটজিপিটি। এটি বাজারে আসার পরই সার্চ ইঞ্জিন ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যায় গুগল।অনেকের মতে, এ জাতীয় চ্যাটবটই ভবিষ্যতে সার্চ ইঞ্জিনের জায়গা দখল করবে। এমন পরিস্থিতিতে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন উৎকর্ষের বাজারে সমানভাবে লড়াই করতেই এনেছে গুগল বার্ড। চ্যাটজিপিটি ও গুগল বার্ডের মধ্যে বড় পার্থক্য হলো—চ্যাটজিপিটি জিপিটি ৩.৫ প্রযুক্তি এবং ২০২১ সাল পর্যন্ত ডেটার ওপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দেবে। তবে গুগল বার্ড টুল মানুষের অভিজ্ঞতা বাড়াবে এবং ওয়েবসাইটে সর্বশেষ তথ্যের ওপর ভিত্তি করে উত্তর দেবে। গুগলের বার্ড এআই চ্যাটবট ল্যাম্বডা দিয়ে তৈরি হতে চলেছে। এর অর্থ হলো, বার্ড মানুষের বেশির ভাগ প্রশ্নের উত্তর সঠিকভাবে দেবে। গুগল বলছে, বার্ড চ্যাটবটটি বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি করা হচ্ছে। এটি সব ধরনের প্রশ্নের যথার্থতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দেবে।

যদিও গুগল এআই বার্ড এবং চ্যাটজিপিটি—উভয়ই এআই প্রযুক্তিতে কাজ করে। তবে দুটি চ্যাটবট সার্ভিসে অনেক পার্থক্য রয়েছে। যেমন গুগল এআই বার্ড অনেক ভালো কাজ করে চ্যাটজিপিটির চেয়ে। কারণ, চ্যাটজিপিটিতে আপনি একই তথ্য পাবেন, যা এর ডেটায় দেওয়া হবে। কিন্তু বলা হচ্ছে, গুগল এআই বার্ডে এই পরিবর্তনগুলো করা হয়েছে। 

সূত্র: ডিজিটাল ট্রেন্ড

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব