হোম > প্রযুক্তি

ফেসবুকে প্রোফাইলে ফলো বাটন যুক্ত করবেন যেভাবে 

ফেসবুকে অনেক সেলিব্রেটি বা ব্যক্তির প্রোফাইলে ফলো বাটন দেখা যায়। এই বাটনে ট্যাপ করলে তাদের পোস্টগুলো আপনার নিউজফিডে আসতে থাকবে। তবে এই ফলো বাটন প্রোফাইলে যুক্ত করার প্রক্রিয়া অনেকেরই অজানা। খুব সহজেই বাটনটি প্রোফাইলে যুক্ত করা যায়। 

ফলো বাটন তৈরির প্রয়োজনীয়তা কি 
ফেসবুকে অনেক সময় পাবলিক পোস্ট করা হয়। ফেসবুক বন্ধু তালিকায় না থাকা ব্যক্তিরাও অনেক সময় আপনার এসব পোস্টে আগ্রহী হতে পারে। এ জন্য বার বার আপনার প্রোফাইল সার্চ করে খুঁজতে হয়। স্বয়ংক্রিয়ভাবে পাবলিক পোস্টগুলো তাদের প্রোফাইলে পৌঁছায় না। 

ফেসবুক অ্যাকাউন্টের ফলো বাটনে ট্যাপ করলে আপনার পাবলিক পোস্টগুলো ফলোয়ারদের নিউজ ফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। ফলে অপরিচিত ব্যক্তিদের ফেসবুক বন্ধু তালিকায় যুক্ত না করেই নিজের পোস্টগুলো তাদের কাছে পৌঁছাতে পারবেন। 

এ ছাড়া ফেসবুকে সর্বোচ্চ ৫ হাজার বন্ধু রাখা যায়। এর বাইরে অন্যদের কাছে নিজের পোস্ট পৌঁছে দেওয়ার জন্য ফেসবুকে ফলো বাটন যুক্ত করতে পারেন। 

একইভাবে ফেসবুকে বন্ধু হওয়ার তালিকায় কাউকে রাখতে না চাইলেও তার পোস্টগুলো ফলো করা যায়। তবে এ জন্য তার ফেসবুকে ফলো বাটন থাকতে হবে ও তার পাবলিক পোস্টগুলোই শুধু দেখা যাবে। 

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেই ফলো বাটন যুক্ত করা যায়। এ জন্য পেজ তৈরি করার প্রয়োজনীয়তা নেই। 

কম্পিউটার ও স্মার্টফোন অ্যাপ থেকে ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন যুক্ত করা যায়। 
 
কম্পিউটার ব্যবহার করে 
১. কম্পিউটারের যেকোন ব্রাউজার থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন। 
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা মেনুতে ক্লিক করুন ও ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন। 
৩. এখন বাম পাশের কলাম থেকে ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন 
৪. এরপর ‘পাবলিক পোস্টস’ অপশন নির্বাচন করুন। 
৫. ‘Who Can Follow Me’–এর পাশে থাকা তীর চিহ্নতে ক্লিক করে ‘পাবলিক’ অপশনটি নির্বাচন করুন। 
এর ফলে বন্ধু তালিকায় না থাকলেও আপনার পোস্ট ফলোয়ারদের নিউজফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। 

স্মার্টফোনের ফেসবুক অ্যাপ ব্যবহার করে 
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ও ডান পাশের মেনু বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। 
২. এখন মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন। 
৩. এরপর ‘সেটিংস’ বাটনে ট্যাপ করুন। 
৪. ‘প্রোফাইল সেটিংস’ এ ট্যাপ করুন। 
৫. এরপর ‘পাবলিক পোস্টস’ এ ট্যাপ করুন। 
৬. ‘Who Can Follow Me’ এর শিরোনামের নিচে ‘পাবলিক’ অপশনে ট্যাপ করুন।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি