হোম > প্রযুক্তি

গুগলের ২৫ শতাংশের বেশি কোড এআই দিয়ে তৈরি, জানালেন পিচাই

কোম্পানির অভ্যন্তরে ব্যবহারের জন্য ‘গুজ’ নামের একটি এআই মডেল তৈরি করেছে গুগল। ছবি: গুগল

গুগলের নতুন কোডগুলোর প্রায় ২৫ শতাংশেরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হচ্ছে। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।

তিনি আরও বলেন, গুগলের উৎপাদনশীলতা ও কার্যকারিতা বাড়াতে এআই ব্যবহার করছে কোম্পানিটি। এআই দিয়ে কোড তৈরি করার পর কোম্পানির কর্মীরা এগুলো পুনরায় চেক ও পর্যালোচনা করে।

নতুন কোড তৈরি সম্পর্কে সুন্দর পিচাই আরও বলেন, এই পদ্ধতি আমাদের ইঞ্জিনিয়ারদের আরও দ্রুত কাজ করতে সাহায্য করে। আমাদের অগ্রগতি এবং সামনে থাকা সুযোগগুলো নিয়ে আমি আশাবাদী। আরও দুর্দান্ত পণ্য তৈরি করার প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছি।

গত ফেব্রুয়ারিতে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, কোম্পানির অভ্যন্তরে ব্যবহারের জন্য ‘গুজ’ নামের একটি এআই মডেল তৈরি করেছে গুগল। এটি কর্মীদের কোড ও পণ্য তৈরি সাহায্য করবে।

কোম্পানিটির অভ্যন্তরীণ নথিতে বলা হয়, গুগলের ২৫ বছরের ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতার আলোকে গুজকে প্রশিক্ষণ দেওয়া হয়।

পিচাইয়ের নতুন ঘোষণা শুনে নিজেদের চাকরি হারানো আশঙ্কা করছেন কর্মীরা। আবার অন্যদিকে কিছু কর্মী বলেন, এআই ইতিমধ্যেই তাদের কাজ বদলে দিয়েছে। কোম্পানির নেতৃত্বে থাকা ব্যক্তিরা বলেন, এখনই এআই গুগল কর্মীদের চাকরি কেড়ে নিবে না। তবে এআই এর ব্যবহারের উৎপাদনশীলতা ২৫ শতাংশ বেড়ে যাওয়া সত্যিই চোখে পড়ার মতো। এটি কোম্পানির কাজের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে।

এ ছাড়া নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক টুল তৈরি করছে গুগল। এটি ওয়েব ব্রাউজার নিয়ন্ত্রণ করে গবেষণা, তথ্য সংগ্রহ, কেনাকাটা, ফ্লাইট বুকিংয়ের মতো কাজ ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সাহায্য করবে। নতুন প্রযুক্তিটি ‘জারভিস’ নামের প্রকল্পের আওতায় ডেভেলপ করছে গুগল। এটি আগামী ডিসেম্বর মাসে উন্মোচন করা হতে পারে। গুগলের ভবিষ্যৎ জেমিনি প্রযুক্তির মাধ্যমে জারভিস পরিচালিত হবে এবং এটি বিশেষভাবে ক্রোম ব্রাউজারের জন্য ডিজাইন করা হয়েছে।

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব