হোম > প্রযুক্তি

চ্যাটের ইতিহাস মনে রাখার ফিচার আনছে চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘মেমোরি’ ফিচার যোগ করছে ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটবটটি আগের কথোপকথনের ইতিহাস মনে রাখতে পারবে। ফলে আগের চ্যাটের তথ্য ব্যবহারকারীকে পুনরাবৃত্তি করতে হবে না।

গত মঙ্গলবার এক ব্লগপোস্টে চ্যাটজিপিটি বলেছে, ফিচারটি কিছুসংখ্যক ফ্রি ও পেইড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পুরোপুরি উন্মুক্ত হলে ফিচারটি চ্যাটবটে ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা যেকোনো সময় এটি বন্ধ করে দিতে পারবে। এজন্য চ্যাটের শেষে চ্যাটজিপিটিকে কথোপকথনের ইতিহাস ভুলে যাওয়ার নির্দেশনা দিলেই হবে। আবার সব চ্যাটের মেমোরি একেবারে মুছেও ফেলা যাবে। 

কোন পরিপ্রেক্ষিতে ফিচারটি কাজে লাগবে, তা নিয়ে ব্লগপোস্টটে ওপেনএআই কিছু ধারনা দিয়েছে। কোম্পানিটি বলেছে, ব্যবসায়িক বা অফিসের কাজে ফিচারটি সাহায্য করবে। যেমন—কণ্ঠের টোন, ভাষা ও প্রোগ্রামিংয়ের জন্য তৈরি করা ফ্রেমওয়ার্ক মনে রাখতে পারবে এই ফিচার। 

তবে এই ফিচার সতর্কতার সঙ্গে ব্যবহার না করলে ব্যবহারকারীর গোপনীয়তার বিঘ্ন হতে পারে। চ্যাটজিপিটির কর্মস্থল, ফ্যামিলি ও মেডিকেল তথ্য চ্যাটের মাধ্যমে অনেকই ভুলে প্রকাশ করতে পারে। আর এসব তথ্য মুছে না ফেলার আগেই চ্যাটজিপিটির অ্যাকাউন্ট হ্যাক হলে, ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা বিঘ্ন হতে পারে। আর বিষয়টি নিয়ে উদ্বেগ অমূলক নয়। কারণ ইতিমধ্যেই একবার চ্যাটজিপিটির চ্যাটের ইতিহাস ফাঁস হয়েছে। 

এই ধরনের ঝুঁকি কমানোর জন্য ব্যবহারকারীদের ‘টেম্পরারি চ্যাট’ ফিচার ব্যবহারের সুবিধা দেবে ওপেনএআই। এই ফিচার ব্যবহার করলে ব্যবহারকারীর চ্যাটে দেওয়া কোনো তথ্য চ্যাটবটটি মনে রাখবে না। তবে ব্যবহারকারী কোনো নির্দিষ্ট তথ্য মনে রাখার অনুরোধ করলে সেই ইতিহাস মনে রাখবে চ্যাটজিপিটি। এসব ফিচারে পাশাপাশি নতুন একটি সহযোগী ফিচার যুক্ত করা হয়েছে। চ্যাটের সময় কোনো তথ্য গুরুত্বপূর্ণ বলে মনে হলে চ্যাটজিপিটি ইতিহাস মনে রাখার জন্য ব্যবহারকারীর অনুমতি চাইবে। 

তথ্যসূত্র: ম্যাশাবল

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব