হোম > প্রযুক্তি

শিশুদের জন্য ফিটবিটের এস এলটিই স্মার্টওয়াচ

নাহিয়ান ইসলাম

প্রয়োজন কিংবা ফ্যাশন—যে কারণেই হোক না কেন, ঘড়িকে গুরুত্ব দিতেই হয়। এ পর্যন্ত বহু কিছুর ব্যবহার-উপযোগিতা ফুরিয়ে গেলেও ঘড়ির ক্ষেত্রে সেটি হয়নি। একসময় মনে হচ্ছিল যে কম্পিউটার ও মোবাইল ফোন বুঝি ঘড়ির সাম্রাজ্যে পতন ডেকে আনল। কিন্তু বাস্তবে তা হয়নি; বরং এখন সেটি বহুমুখী ব্যবহারের মাধ্যমে ফিরে এসেছে আমাদের মধ্যে। স্বাস্থ্য তথ্য সরবরাহ করা এ সময়ের ঘড়িগুলোর বহুমুখী কাজের মধ্যে একটি। 

ঘড়িগুলোকে এখন ব্যবহারকারীর বয়স অনুসারে সাজানো হচ্ছে। অর্থাৎ যে বয়সে স্বাস্থ্যের যেসব তথ্য যা প্রয়োজন, ঘড়িগুলো তাই সরবরাহ করছে। তেমনি একটি ঘড়ি গুগলের ফিটবিট।

দুরন্ত সাত বছর বা তার বেশি বয়সীদের জন্য গুগলের ফিটবিট বাজারে এনেছে নতুন স্মার্টওয়াচ। নির্দিষ্ট বয়সীদের পছন্দ, প্রয়োজন ও আগ্রহের কথা বিবেচনায় রেখে এই স্মার্টওয়াচ ডিজাইন করা হয়েছে। শিশুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এতে যোগ করা হয়েছে লোকেশন ট্র্যাকিং ফিচার। এ ছাড়া রিয়েল টাইম লোকেশন আপডেটও পাওয়া যাবে স্মার্টওয়াচটিতে।

যা আছে
ফিটবিট এস এলটিই ইকো-ফ্রেন্ডলি স্মার্টওয়াচ। মজবুত বডি ও ওএলইডি ডিসপ্লে রয়েছে এতে। আছে স্মার্টফোনের মতো কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা। স্টেইনলেস স্টিল ও রিসাইকেল করা প্লাস্টিক উপাদান দিয়ে তৈরি এটি। এর ওজন ২৮ গ্রামের কিছু বেশি। ফিটবিট এস এলটিই স্মার্টওয়াচে আছে ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ। আছে মাল্টি-টাস্কিংয়ের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ডব্লিউ ৬ প্রসেসর। এ ঘড়িতে ব্যবহার করা হয়েছে ৩২৮ এমএএইচ ব্যাটারি। ঘড়িটি ৩০ মিনিটে ৬০ শতাংশ এবং ৭০ মিনিটে ১০০ শতাংশ চার্জ হবে।

কানেকটিভিটির ক্ষেত্রে পাওয়া যাবে এলটিই কানেকটিভিটি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ এনএফসি এবং জিপিএস। শুধু তাই নয়, এই ঘড়ি পানিতে নষ্ট হবে না। ফিটবিট অ্যাপের মাধ্যমে স্মার্টওয়াচ নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা—এটি এর বিশেষ ফিচার। তবে প্রাইভেসির কথা বিবেচনায় রেখে ২৪ ঘণ্টার লোকেশন ডেটা স্টোর থাকবে স্মার্টওয়াচে। 

এই ঘড়ি দিয়ে ফোন করা ও মেসেজ পাঠাতে পারবে শিশুরা। বিশটি কন্টাক্ট নম্বর সেভ রাখা যাবে স্মার্টওয়াচটিতে। এতে থ্রিডি গেমস ফিচার রয়েছে। প্রায় সব ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে এর মাধ্যমে। পাশাপাশি ফিটনেসের জন্য এখানে গোলও সেট করা যাবে।

এই স্মার্টওয়াচের কলিং, মেসেজ এবং লোকেশন শেয়ারিং ফিচার অ্যাকসেস করার জন্য ফিটবিট এইচ পাস সাবস্ক্রিপশন নিতে হবে। এই ফিট পাসের মাসিক সাবস্ক্রিপশন ফি ৯.৯৯ ডলার বা প্রায় ১ হাজার ১০০ টাকা। স্মার্টওয়াচটির দাম ২২৯.৯৫ ডলার বা প্রায় ২৩ হাজার টাকা। এটি গুগল স্টোর ও আমাজন থেকে অর্ডার করা যাবে।

সূত্র: গ্যাজেট৩৬০

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি