হোম > প্রযুক্তি

মডেল নকল করেছে ডিপসিক, প্রমাণ আছে ওপেনএআই-এর কাছে

ছবি: দ্য গার্ডিয়ান

প্রতিদ্বন্দ্বী চীনা অ্যাপ ‘ডিপসিক’-এর বিরুদ্ধে নিজেদের মডেল নকল করার অভিযোগ এনেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। কোম্পানিটি দাবি করেছে, ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে নিজস্ব এআই মডেল তৈরির জন্য ওপেনএআই-এর তথ্য ব্যবহার করেছে ডিপসিক। ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ডিপসিক-এর আত্মপ্রকাশ বিশ্বজুড়ে শেয়ার বাজারে আলোড়ন তুলেছে। কারণ চীনা এই অ্যাপটি তুলনামূলক কম অর্থ ও কম্পিউটিং শক্তি ব্যবহার করেও প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলোর মতো উচ্চমানের ফলাফল দিতে পারছে বলে মনে করা হচ্ছে। এর আগে ধারণা করা হতো, বড় এআই মডেলগুলো তৈরির জন্য বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি এবং বিনিয়োগ প্রয়োজন।

বিষয়টি যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। দেখা গেছে, গত সোমবার চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়ার শেয়ার মূল্যে একদিনে ইতিহাসের সবচেয়ে বড় পতন ঘটেছে। তবে মঙ্গলবার কোম্পানিটির শেয়ার কিছুটা পুনরুদ্ধার হয়েছে।

এআই কোম্পানিগুলো এবং বিনিয়োগকারীরা ডিপসিক-এর এত দ্রুত উত্থানের কারণ খুঁজতে ব্যস্ত। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ডিপসিক নিজেদের ডেটা সংগ্রহ করেছে কিনা তা নিয়ে তদন্ত চালাচ্ছে ওপেনএআই এবং তাদের প্রধান বিনিয়োগকারী মাইক্রোসফট।

ওপেনএআই দেখতে পেয়েছে, কিছু ব্যক্তি তাদের এআই মডেল থেকে বিপুল পরিমাণ তথ্য রপ্তানি করেছে, যা ডিপসিকের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ওপেনএআই ‘ডিস্টিলেশন’ পদ্ধতির কিছু প্রমাণ পেয়েছে। তারা এর জন্য ডিপসিককে সন্দেহ করছে। এই পদ্ধতিতে মূলত এক এআই মডেল অন্য এআই মডেলের কাছ থেকে বারবার প্রশ্ন করে এবং সেসব উত্তর বিশ্লেষণ করে নিজেকে প্রশিক্ষিত করে। এমন কাজকে ওপেনএআই-এর শর্তাবলির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।

তবে ওপেনএআই নিজেও অন্যদের তথ্য ব্যবহার করার জন্য সমালোচিত হয়েছে। নিউইয়র্ক টাইমস-এর নেতৃত্বে কয়েকটি গণমাধ্যম ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করেছে। গণমাধ্যমগুলোর অভিযোগ, ওপেনএআই অনুমতি ছাড়াই তাদের ডেটা ব্যবহার করেছে।

পর্যবেক্ষকেরা মনে করছেন, ওপেনএআই-এর অভিযোগ নতুন করে চীন-মার্কিন প্রযুক্তিগত প্রতিযোগিতায় উত্তেজনা সৃষ্টি করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এআই ও ক্রিপটো বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস মঙ্গলবার জানিয়েছেন, ডিপসিক-এর বিরুদ্ধে ‘ডিস্টিলেশন’ পদ্ধতি ব্যবহার করার স্পষ্ট প্রমাণ রয়েছে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি