হোম > প্রযুক্তি

টুইটারে ভেরিফায়েড থাকতে মাসে ফি লাগবে ৮ ডলার: মাস্ক

টুইটারে একের পর এক মন্তব্য করে নেটিজেনদের মাঝে আলোচনা কেন্দ্রবিন্দুতেই থাকছেন ইলন মাস্ক। এই সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ন্ত্রণ নেওয়ার পর তাঁর যে মন্তব্য নিয়ে শোরগোল উঠেছে- তা হলো ভেরিফায়েড প্রোফাইলের জন্য মাসে ৮ ডলার ফি ঘোষণা।

এরপর থেকেই সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও যুক্ত হচ্ছেন এই তর্ক-বিকর্কে। তবে এসবের কিছুই গায়ে মাখছেন না মাস্ক।

আজ বুধবার সকালে টুইটারে তাঁর নতুন পোস্টে তা যেন আরও স্পষ্ট হল। সেখানে তিনি বলেন, ‘অভিযোগ করে লাভ নেই; বহাল থাকবে ৮ ডলার ফি’।

তবে ‘ব্লু টিক’ চিহ্নসম্বলিত টুইটার প্রোফাইলের ফি অঞ্চল ভেদে আলাদা আলাদা হওয়ার সম্ভাবনা রয়েছে। উন্নত দেশগুলোর জন্য ৮ ডলারের ফি বরাদ্দ থাকলেও উন্নয়নশীল কিংবা স্বল্পোন্নত দেশগুলোতে তা দেখা যেতে পারে ৮ ডলারের কম।

গত বছর টুইটার চালু করে এর ব্লু সাবস্ক্রিপশন সার্ভিস। মাসিক ৪ ডলার ৯৯ সেন্ট ফির বিনিময়ে এই প্যাকেজের বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারত এর সাবস্ক্রাইবাররা। তবে এর সঙ্গে টুইটারের ভেরিফিকেশন প্রসেসের কোন সম্পর্ক ছিল না।

মাস্ক মূলত দুটিকে একসঙ্গে করে একটি প্রিমিয়াম প্যাকেজের পরিকল্পনা করেছেন। এ ক্ষেত্রে অবশ্য বেশি ফি গুণতে হবে এর সাবস্ক্রাইবারদের।

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি