হোম > প্রযুক্তি

৫জি আনছে আম্বানির গ্রুপ, আড়াই হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা

আগামী দুই মাসের মধ্যে ভারতে ৫জি আনছে ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ। ৫জি আনতে আড়াই হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি। ৫জি পরিষেবাটি রিলায়েন্সের সহযোগী প্রতিষ্ঠান জিও’র মাধ্যমে চালু করা হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি জানান, দিল্লি, মুম্বাইসহ প্রধান প্রধান শহরে প্রথমে উচ্চগতির ইন্টারনেট আনা হবে। ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ তা পুরো ভারত জুড়ে সম্প্রসারণ হবে।

গতকাল সোমবার রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি বলেন, রিলায়েন্সের ৫জি নেটওয়ার্ক প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ৫জি নেটওয়ার্ক প্রকল্প। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গুগলের সঙ্গে একটি সাশ্রয়ী দামের ৫জি স্মার্টফোন বাজারে আনতে কাজ করছে রিলায়েন্স। এমনটি জানিয়েছেন মুকেশ আম্বানি। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর দাম এবং কবে নাগাদ বাজারে আনা হবে সেটিও জানানো হয়নি। ভারতে বর্তমানে সবচেয়ে কম দামের স্মার্টফোনের দাম ১৫০ ডলারের মতো।

এর আগে, চলতি মাসের শুরুতে ভারত সরকার রেকর্ড ১ হাজার ৯০০ কোটি ডলারের তরঙ্গ নিলামে বিক্রি করে। নিলামে সবচেয়ে বেশি তরঙ্গ কেনে রিলায়েন্স-জিও। নিলামে আরও অংশ নিয়েছিল-ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং নতুন প্রবেশ করা আদানি ডেটা নেটওয়ার্ক। 

উল্লেখ্য, আম্বানির রিলায়েন্স-জিও এখন ভারতের ইন্টারনেট মার্কেটে বেশ পরিচিত। এই খাতে আদানি গ্রুপের আবির্ভাব রিলায়েন্স-জিও'কে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করেছে। চলতি বছরের অক্টোবর থেকে ভারতে ৫জি পরিষেবা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব