হোম > প্রযুক্তি

ফোর্ড গাড়ি উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রযুক্তি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রযুক্তিবিশ্বে আলোচনা-সমালোচনার শেষ নেই। সবকিছুতেই এর ব্যবহার শুরুর পরিকল্পনা হচ্ছে প্রায় প্রতিদিনই। মানুষের মতো করে মানুষের জন্য সব কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা; আর তাতে মানুষের কর্মসংস্থান কমবে, এমন কথা শোনা যাচ্ছিল প্রথম থেকে। এবার কি সত্যি সত্যিই সেটি হতে চলেছে?

ঝাঁ-চকচকে গাড়ি ব্যবহার করতে গিয়ে ত্রুটি খুঁজে পেয়ে গাড়ির গুণগত মান নিয়ে মাঝেমধ্যে অভিযোগ করেন ব্যবহারকারীরা। তা ছাড়া গত কয়েক বছরে বিভিন্ন মডেলের গাড়ি বাজারে আনার পর নানা ত্রুটির সম্মুখীন হয়েছে। আর সে জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে নামীদামি বিভিন্ন প্রতিষ্ঠানকে। সে জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে উৎপাদনের সময়ই গাড়ির বিভিন্ন ত্রুটি শনাক্ত করতে চাইছে নির্মাতাপ্রতিষ্ঠান ফোর্ড। আর তাই নিজেদের গাড়ি উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি। মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর যন্ত্রপাতি ব্যবহার করে নিজেদের কারখানায় তৈরি গাড়ির গুণগত মানও পরীক্ষা করবে তারা।  

ফোর্ডের ২০টি কারখানার ৩২৫টি ওয়ার্ক স্টেশনে এআই প্রযুক্তিনির্ভর যন্ত্র ব্যবহার করা হচ্ছে। যন্ত্রগুলো উৎপাদন পর্যায়ের ৪৬৩টি কাজের ধরন বিশ্লেষণ করতে পারে। গাড়ির মূল কাঠামোর বিভিন্ন সমস্যাও শনাক্ত করতে পারে এগুলো। জানা গেছে, এই নির্ভর যন্ত্রগুলো ইতিমধ্যে গাড়ির মানসংক্রান্ত সমস্যা সংশোধন করতে সাহায্য করছে। গাড়িতে কোনো ত্রুটি আছে কি না, মাত্র দুই সেকেন্ডে তা বলে দিতে পারছে যন্ত্র। এ ছাড়া ফোর্ডের এসকেপ হাইব্রিড ও ম্যাভেরিকের মতো হাইব্রিড যানবাহন তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হচ্ছে। এমনকি গাড়ির চাকায় থাকা টিউবের ত্রুটিও খুব সহজে শনাক্ত করছে এআই টুলটি। 

সূত্র: কার বাজ

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি