কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রযুক্তিবিশ্বে আলোচনা-সমালোচনার শেষ নেই। সবকিছুতেই এর ব্যবহার শুরুর পরিকল্পনা হচ্ছে প্রায় প্রতিদিনই। মানুষের মতো করে মানুষের জন্য সব কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা; আর তাতে মানুষের কর্মসংস্থান কমবে, এমন কথা শোনা যাচ্ছিল প্রথম থেকে। এবার কি সত্যি সত্যিই সেটি হতে চলেছে?
ঝাঁ-চকচকে গাড়ি ব্যবহার করতে গিয়ে ত্রুটি খুঁজে পেয়ে গাড়ির গুণগত মান নিয়ে মাঝেমধ্যে অভিযোগ করেন ব্যবহারকারীরা। তা ছাড়া গত কয়েক বছরে বিভিন্ন মডেলের গাড়ি বাজারে আনার পর নানা ত্রুটির সম্মুখীন হয়েছে। আর সে জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে নামীদামি বিভিন্ন প্রতিষ্ঠানকে। সে জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে উৎপাদনের সময়ই গাড়ির বিভিন্ন ত্রুটি শনাক্ত করতে চাইছে নির্মাতাপ্রতিষ্ঠান ফোর্ড। আর তাই নিজেদের গাড়ি উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি। মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর যন্ত্রপাতি ব্যবহার করে নিজেদের কারখানায় তৈরি গাড়ির গুণগত মানও পরীক্ষা করবে তারা।
সূত্র: কার বাজ