হোম > প্রযুক্তি

ফোর্ড গাড়ি উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রযুক্তি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রযুক্তিবিশ্বে আলোচনা-সমালোচনার শেষ নেই। সবকিছুতেই এর ব্যবহার শুরুর পরিকল্পনা হচ্ছে প্রায় প্রতিদিনই। মানুষের মতো করে মানুষের জন্য সব কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা; আর তাতে মানুষের কর্মসংস্থান কমবে, এমন কথা শোনা যাচ্ছিল প্রথম থেকে। এবার কি সত্যি সত্যিই সেটি হতে চলেছে?

ঝাঁ-চকচকে গাড়ি ব্যবহার করতে গিয়ে ত্রুটি খুঁজে পেয়ে গাড়ির গুণগত মান নিয়ে মাঝেমধ্যে অভিযোগ করেন ব্যবহারকারীরা। তা ছাড়া গত কয়েক বছরে বিভিন্ন মডেলের গাড়ি বাজারে আনার পর নানা ত্রুটির সম্মুখীন হয়েছে। আর সে জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে নামীদামি বিভিন্ন প্রতিষ্ঠানকে। সে জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে উৎপাদনের সময়ই গাড়ির বিভিন্ন ত্রুটি শনাক্ত করতে চাইছে নির্মাতাপ্রতিষ্ঠান ফোর্ড। আর তাই নিজেদের গাড়ি উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি। মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর যন্ত্রপাতি ব্যবহার করে নিজেদের কারখানায় তৈরি গাড়ির গুণগত মানও পরীক্ষা করবে তারা।  

ফোর্ডের ২০টি কারখানার ৩২৫টি ওয়ার্ক স্টেশনে এআই প্রযুক্তিনির্ভর যন্ত্র ব্যবহার করা হচ্ছে। যন্ত্রগুলো উৎপাদন পর্যায়ের ৪৬৩টি কাজের ধরন বিশ্লেষণ করতে পারে। গাড়ির মূল কাঠামোর বিভিন্ন সমস্যাও শনাক্ত করতে পারে এগুলো। জানা গেছে, এই নির্ভর যন্ত্রগুলো ইতিমধ্যে গাড়ির মানসংক্রান্ত সমস্যা সংশোধন করতে সাহায্য করছে। গাড়িতে কোনো ত্রুটি আছে কি না, মাত্র দুই সেকেন্ডে তা বলে দিতে পারছে যন্ত্র। এ ছাড়া ফোর্ডের এসকেপ হাইব্রিড ও ম্যাভেরিকের মতো হাইব্রিড যানবাহন তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হচ্ছে। এমনকি গাড়ির চাকায় থাকা টিউবের ত্রুটিও খুব সহজে শনাক্ত করছে এআই টুলটি। 

সূত্র: কার বাজ

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব