হোম > প্রযুক্তি

টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্কের

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন এর নতুন নির্বাহী ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির খরচ কমানোর জন্য প্রায় ৩ হাজার ৭০০ জনকে ছাঁটাই করতে পারেন তিনি।

ব্লুমবার্গের এক প্রতিবেদন বলা হয়, কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি টুইটারের কর্মপদ্ধতিতে পরিবর্তন আসবে। আগে প্রতিষ্ঠাটির কর্মীরা ‘ওয়ার্ক ফ্রম এনিহোয়্যার পলিসি’ বা সুবিধামতো যেকোনো স্থান থেকে কাজ করতে পারতেন। কিন্তু মাস্ক তা পরিবর্তন করতে চান এবং কর্মীদের অবশ্যই অফিসে এসে কাজ করতে হবে। এ ছাড়া কর্মীদের সপ্তাহে প্রতিদিন অফিসে আসতে হবে বলেও ধারণা করা হচ্ছে। তবে কিছু ব্যতিক্রম থাকতে পারে। 

এদিকে মাস্কের এই পরিকল্পনা সম্পর্কে জানতে টুইটারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসও একটি প্রতিবেদনে জানিয়েছিল, নভেম্বরের শুরু থেকে ছাঁটাইয়ের পথে যেতে পারেন মাস্ক। তখন অবশ্য এই খবর অস্বীকার করেন বিশ্বের শীর্ষ ধনকুবের। ব্লুমবার্গের নতুন প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিনের মধ্যেই ছাঁটাইয়ের কথা জানাতে পারেন টুইটারের প্রধান নির্বাহী।

নানা নাটকীয়তার পর গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতেই টুইটার কেনেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। টুইটার কেনার পরপরই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা পরাগ আগারওয়ালসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন মাস্ক। এরপরই টুইটারের কর্মীদের একটা বড় অংশ ছাঁটাইয়ের পরিকল্পনার খবর ছড়াতে থাকে।

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও