হোম > প্রযুক্তি

টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্কের

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন এর নতুন নির্বাহী ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির খরচ কমানোর জন্য প্রায় ৩ হাজার ৭০০ জনকে ছাঁটাই করতে পারেন তিনি।

ব্লুমবার্গের এক প্রতিবেদন বলা হয়, কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি টুইটারের কর্মপদ্ধতিতে পরিবর্তন আসবে। আগে প্রতিষ্ঠাটির কর্মীরা ‘ওয়ার্ক ফ্রম এনিহোয়্যার পলিসি’ বা সুবিধামতো যেকোনো স্থান থেকে কাজ করতে পারতেন। কিন্তু মাস্ক তা পরিবর্তন করতে চান এবং কর্মীদের অবশ্যই অফিসে এসে কাজ করতে হবে। এ ছাড়া কর্মীদের সপ্তাহে প্রতিদিন অফিসে আসতে হবে বলেও ধারণা করা হচ্ছে। তবে কিছু ব্যতিক্রম থাকতে পারে। 

এদিকে মাস্কের এই পরিকল্পনা সম্পর্কে জানতে টুইটারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসও একটি প্রতিবেদনে জানিয়েছিল, নভেম্বরের শুরু থেকে ছাঁটাইয়ের পথে যেতে পারেন মাস্ক। তখন অবশ্য এই খবর অস্বীকার করেন বিশ্বের শীর্ষ ধনকুবের। ব্লুমবার্গের নতুন প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিনের মধ্যেই ছাঁটাইয়ের কথা জানাতে পারেন টুইটারের প্রধান নির্বাহী।

নানা নাটকীয়তার পর গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতেই টুইটার কেনেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। টুইটার কেনার পরপরই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা পরাগ আগারওয়ালসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন মাস্ক। এরপরই টুইটারের কর্মীদের একটা বড় অংশ ছাঁটাইয়ের পরিকল্পনার খবর ছড়াতে থাকে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব