হোম > প্রযুক্তি

বেশি আয় করার সুযোগ দিয়ে ইউটিউব তারকাদের টানার চেষ্টায় ইলন মাস্ক 

নিয়মের কাড়াকাড়ি কম থাকায় এবং বিজ্ঞাপনী আয় তুলনামূলক বেশি থাকায় কনটেন্ট নির্মাতাদের পছন্দের জায়গা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। আর এসব কনটেন্ট নির্মাতাদের নিজের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টানার পরিকল্পনা করেছেন ইলন মাস্ক। এজন্য ইউটিউব থেকে যতটা বিজ্ঞাপনী আয় পাওয়া যায়, তার টুইটারের নতুন সিইও তার চেয়ে বেশি দেওয়ার ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিগত সপ্তাহে বেশ কয়েকটি টুইটে ইলন মাস্ক জানিয়েছিলেন, তিনি টুইটারে ‘সব কনটেন্ট নির্মাতার জন্য মনিটাইজেশন (বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ) সুবিধা দেওয়ার’ পরিকল্পনা করেছেন। ইউটিউবের বিজ্ঞাপনী আয় থেকে এখন যে ৫৫ শতাংশ কনটেন্ট নির্মাতারা পান, তার চেয়েও বেশি দিতে চান তিনি। তবে এই বিষয়ে এখনো বিস্তারিত পরিকল্পনা করেননি তিনি। কবে নাগাদ বিস্তারিত আসতে পারে সে বিষয়ে মাস্ক এক টুইটে বলেন, ‘আরও দুই সপ্তাহ লাগবে।’ 

এই সপ্তাহ থেকে টুইটার ‘টাকার বিনিময়ে সেবা’–চালু করতে যাচ্ছে। এখন থেকে টুইটারে ব্লু ব্যাজ পেতে গেলে এখন থেকে প্রতি মাসে একজন ব্যবহারকারীকে ৭ দশমিক ৯৯ ডলার করে দিতে হবে। প্রাথমিকভাবে, এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে চালু করা হবে। যাই হোক, টুইটার বর্তমানে ব্যবহারকারীদের ২ মিনিট ২০ সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে দেয় না। তবে, মাস্ক ঘোষণা দিয়েছেন—এখন থেকে টুইটারের ব্লু ব্যাজধারীরা ৪২ মিনিটেরও বেশি দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারবেন। 

মাস্কের মনিটাইজেশন সংক্রান্ত এক টুইটে ইউটিউবে ১৩ লাখ সাবস্ক্রাইবার সংবলিত এক কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছিলেন, তাঁরা টুইটারে আসতে পারেন যদি প্রতিষ্ঠানটি পূর্ণ দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে দেয় এবং ইউটিউব যেভাবে কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধা দেয়, সেভাবে সুবিধা দেওয়া হয়। ইউটিউব কতটা লভ্যাংশ দেয় এমন এক প্রশ্নের জবাবে একজন জানিয়েছিলেন, ৫৫ শতাংশ। জবাবে ইলন মাস্ক বলেছিলেন, ‘আমরা এর চেয়েও বেশি দিতে পারি।’

যাই হোক, টুইটারের লাভের প্রায় ৯০ শতাংশই আসত বিজ্ঞাপন থেকে। তবে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর বিশ্বের অনেক বড় প্রতিষ্ঠান টুইটার থেকে তাদের বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি, মদ নির্মাতা প্রতিষ্ঠান কার্লসবার্গ এবং ইউনাইটেড এয়ারলাইনস। সম্প্রতি মাস্ক এক টুইটে জানিয়েছেন, বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার কারণে তাঁর প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। সব মিলিয়ে বিশ্লেষকদের ধারণা, মুনাফা বাড়াতেই টুইটার ইউটিউবের কনটেন্ট ক্রিয়েটরদের তাঁর প্ল্যাটফর্মে আকৃষ্ট করতে চান। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব