হোম > প্রযুক্তি

বাজারে এলো ওয়ালটনের নতুন মডেলের অল-ইন-ওয়ান কম্পিউটার

প্রযুক্তি প্রতিবেদক

ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নতুন মডেলের ইউনিফাই এস২২ সিরিজের কম্পিউটার এনেছে। প্রতিষ্ঠানটি এ কম্পিউটারের নাম দিয়েছে অল-ইন-ওয়ান কম্পিউটার।

বাসায় বসে যেকোনো কাজ করা বা একটি নির্দিষ্ট স্থানে বসে দীর্ঘসময় কাজ করার জন্য অল-ইন-ওয়ান কম্পিউটার হচ্ছে দারুণ একটি ব্যক্তিগত কম্পিউটার। এই সিরিজের কম্পিউটারগুলোর দাম মডেলভেদে ৪৩,৯৫০ থেকে ৫৭,৮৫০ টাকার মধ্যে।

ইন্টেলের দশম প্রজন্মের পেন্টিয়াম গোল্ড, কোর আই-থ্রি ও কোর আই-ফাইভ প্রসেসর সমৃদ্ধ এই কম্পিউটারটিতে গ্রাহকরা দ্রুতগতির সেবা পাবেন। ডিভাইসগুলোতে ভিডিও কনফারেন্সে ব্যবহারের উপযোগী ২.০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহৃত হয়েছে। রয়েছে অ্যাসপেক্ট রেশিও ১৬:৯ বিশিষ্ট  ২১.৫ ইঞ্চি এন্টি গ্লেয়ার ফুল এইচডি ডিসপ্লে। গ্রাফিক্স ইউনিটে  ইন্টেল ইউএইচডি ৬৩০ গ্রাফিক্স ও ইন্টেল এইচ৪১০ চিপসেট। অডিও পোর্টে আলাদা স্পিকার ব্যবহার করা যাবে পাশাপাশি রয়েছে বিল্ট ইন স্পিকারে সরাসরি সাউন্ড উপভোগ করার সুবিধা।

ডিভাইসগুলোতে রয়েছে বিল্ট ইন ওয়াই-ফাই ও ইথারনেট পোর্ট যা ইন্টারনেট কানেক্টিভিটির সুবিধা দিবে। ফাইল শেয়ারিং ও তারহীন সংযোগের জন্য থাকছে ব্লুটুথ।

ডিভাইসগুলোর ভ্যারিয়েন্টে  ৮ গিগাবাইট ২৬৬৬ মেগাহার্জ ডুয়েল চ্যানেল ডিডিআর৪ র‍্যাম মেমোরি ব্যবহার করা হয়েছে। এই মেমরি ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।  ১ টেরাবাইট হার্ড ড্রাইভের পাশাপাশি পেন্টিয়াম গোল্ড ও কোর আই-থ্রি ভ্যারিয়েন্টে ১২৮ গিগাবাইট এসএসডি ও কোর আই-ফাইভ ভ্যারিয়েন্টে ২৫৬ গিগাবাইট এসএসডি’র সমন্বয়ে ডুয়েল স্টোরেজ ব্যবস্থা রাখা হয়েছে এই ডিভাইসগুলোর সবগুলো মডেলে।

ওয়ালটন অল-ইন-ওয়ান কম্পিউটারের প্রোডাক্ট ম্যানেজার রাকিব বিন কাদের বলেন, বিভিন্ন শ্রেণীর গ্রাহকের প্রয়োজনীয়তা বিবেচনায়  বিভিন্ন মূল্য ও ক্যাটাগরির ডিভাইস ডেভেলপ করা হয়েছে। এর ফলে গ্রাহকরা অসংখ্য মডেল থেকে প্রয়োজন ও বাজেট অনুযায়ী সঠিক স্পেসিফিকেশনের ডিভাইস বেছে নিতে পারবেন।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক এবং কম্পিউটার ও আইটি পণ্যের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী লিয়াকত আলী বলেন,  বর্তমানে কর্পোরেট অফিসগুলোতে ডেস্কটপের ব্যবহার কমে ল্যাপটপের ব্যবহার বাড়ছে। কিন্তু অনেক কাজই সাধারণ মানের ল্যাপটপে করা সম্ভব না। তাছাড়া হাই-কনফিগারেশনের ল্যাপটপ বেশ ব্যয়বহুল।  অল-ইন-ওয়ান পিসি এই বিষয়গুলোর ক্ষেত্রে সেরা সমাধান দিচ্ছে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি