হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে এবার মেসেজ পিন করার সুবিধা  

ব্যবহারকারীদের জন্য সুবিধা দিতে প্রতিনিয়ত নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এই মেসেজিং প্ল্যাটফর্মে পছন্দমতো চ্যাটথ্রেড পিন করার বা সবার উপরে রাখার সুবিধা আগে থেকেই ছিল। এবার কোনো থ্রেডের ভেতর থেকে নির্দিষ্ট কোনো মেসেজও পিন করা যাবে। শিগগিরই হোয়াটসঅ্যাপে এই সুবিধা যোগ হচ্ছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এক প্রতিবেদনে জানিয়েছে।

হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো বলছে, গুগল প্লে বেটা প্রোগ্রামে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২১.৪ ভার্সনে বিভিন্ন কথোপকথনের মেসেজ পিন করার সুবিধা দেখা গেছে। যেকোনো মেসেজ নজরে রাখতে চ্যাটের মধ্যেই পিন করে রাখা যাবে। এর ফলে পুরনো হলেও গুরুত্বপূর্ণ মেসেজ দেখা সহজ হবে।

এই নতুন ফিচারসহ হোয়াটসঅ্যাপে চ্যাট শেয়ার মেনুরও নতুন নকশা দেখা যাবে। চ্যাট শেয়ার মেনুকে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে। এই আপডেটে কনটেন্ট শেয়ারের কোনো অপশন বাদ যায়নি।

সেপ্টেম্বরের শেষের দিকে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২০.১০ বেটা ভার্সনে আরও নতুন ফিচার যুক্ত করা হয়। এর মধ্যে আছে হোম স্ক্রিনের রঙহীন টপবার ও হালকা ধূসর বটম বার। ডার্ক মোডের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই আপডেট আনা হয়েছে। আবার নতুনরূপে চ্যাট বাবল ও ফ্লোটিং অ্যাকশন বাটনও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এসব আপডেট এখনও বেটা ভার্সনেই এসেছে। ভবিষ্যতে এক এক করে ফিচারগুলো ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী গুগলের টেক্সট ফরম্যাটের সঙ্গে পাল্লা দিতে বেটা ভার্সন ২.২৩. ২১.৩ এ উদ্ধৃতি ব্লক ফিচার, টেক্সট ফরমেটিং ও চ্যাট কনটেন্ট লিস্ট সাজানোর সুবিধা এনেছে। আপডেটগুলো ছোট বলে মনে হলেও হোয়াটসঅ্যাপের টেক্সট মেসেজিংয়ের ক্ষেত্রে এগুলো বড় পরিবর্তন নিয়ে আসবে।

হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড ফিচারটিরও অনেক সুবিধা। এর মাধ্যমে নিরাপত্তা নিয়ে চিন্তিত না হয়ে ব্যবহারকারী নিশ্চিন্তে মেসেজিং করতে পারবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি