হোম > প্রযুক্তি

শর্টসের ‍ভিউ-সংখ্যা গণনায় যে পরিবর্তন আনছে ইউটিউব

প্রতিবার যখন কোনো শর্ট ভিডিও শুরু হবে বা পুনরায় প্লে হবে তখন তা ভিউ হিসেবে গণনা হবে। ছবি: মানি কন্ট্রোল

টিকটকের মতো ইউটিউবেও ছোট দৈর্ঘ্যের ভিডিওগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এখন ইউটিউবে শর্টস তৈরিতে বেশ আগ্রহী হচ্ছেন কনটেন্ট ক্রিয়েটররা। তবে গত বুধবার ইউটিউব জানিয়েছে, শর্টস ভিউর সংখ্যা গণনা পদ্ধতিতে পরিবর্তন আনা হবে, যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিওগুলোর পারফরম্যান্স আরও স্পষ্টভাবে বুঝতে সাহায্য করবে।

এখন থেকে প্রতিবার যখন কোনো শর্ট ভিডিও শুরু হবে বা পুনরায় প্লে হবে, তখন তা ভিউ হিসেবে গণনা হবে। আগে, একটি শর্ট ভিডিওকে কয়েক সেকেন্ড দেখা হলে সেটি ভিউ হিসেবে গণনা করা হতো। তবে এই নতুন পরিবর্তনের ফলে ভবিষ্যতে ভিউর সংখ্যা অনেক বেশি হবে।

ইউটিউব জানিয়েছে, এই পরিবর্তন আনার মূল কারণ হলো—ক্রিয়েটররা তাঁদের শর্টস ভিডিওগুলোর সঠিক পরিসংখ্যান জানতে চেয়েছিলেন। এখন থেকে তাঁরা আরও সহজে বুঝতে পারবেন, তাঁদের শর্টস ভিডিওগুলো কতবার দেখা হয়েছে, যা তাঁদের কনটেন্ট তৈরির কৌশল ঠিক করতে সাহায্য করবে এবং ব্র্যান্ডের কাছে তাঁদের কাজ ভালোভাবে উপস্থাপন করতে পারবে।

এই আপডেটের পর ইউটিউব শর্টস-এর ভিউ গণনা পদ্ধতি টিকটক এবং ইনস্টাগ্রাম রিলসের সঙ্গে সংগতিপূর্ণ হবে। এসব প্ল্যাটফর্মেও ভিডিও শুরু হওয়া বা পুনরায় প্লে হওয়ার সংখ্যা গণনা করা হয়। এর ফলে ক্রিয়েটররা এখন একাধিক প্ল্যাটফর্মে তাঁদের ছোট দৈর্ঘ্যের ভিডিওগুলোর পারফরম্যান্স তুলনা করতে পারবেন।

যেসব ক্রিয়েটর আগের ভিউ গণনা পদ্ধতি দেখতে চান, তাঁরা ইউটিউব অ্যানালিটিকসের ‘অ্যাডভান্সড মোড’ ব্যবহার করে পুরোনো গণনা পদ্ধতি দেখতে পারবেন। এটি বর্তমানে ‘এনগেজড ভিউস’ নামে পরিচিত। কতজন দর্শক তাঁদের শর্টস পুরোপুরি দেখেছেন তা এই পরিমাপব্যবস্থার মাধ্যমে সহজে বোঝা যায়।

ইউটিউব বলেছে, এই পরিবর্তন ক্রিয়েটরদের উপার্জন বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ্যতার ওপর কোনো প্রভাব ফেলবে না। এ দুটি বিষয় এখনো ‘এনগেজড ভিউসের’ ওপর নির্ভর করবে।

ইউটিউবের এই পরিবর্তন ৩১ মার্চ থেকে কার্যকর হবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি