হোম > প্রযুক্তি

অ্যাপলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলার আশঙ্কা 

টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মামলা করতে পারে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এসংক্রান্ত খবর প্রচার করেছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। তবে কী নিয়ে মামলা হতে পারে, তার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

সম্প্রতি সংবাদমাধ্যম পলিটিকো একটি খবর প্রকাশ করেছে। তাতে দাবি করা হয়েছে, মার্কিন বিচার বিভাগ অ্যাপলের বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্ট আইন ভাঙার অভিযোগ আনার বিষয়ে কাজ করছে। পুরো বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। পলিটিকো গতকাল শুক্রবার প্রকাশ করা খবরে বলেছে, এই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত এক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি নাম প্রকাশ করতে চাননি।

অ্যান্টি ট্রাস্ট আইন বলতে মূলত সংশ্লিষ্ট খাতের ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত আইনকে বোঝায়। অর্থাৎ, যদি কোনো প্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অন্যায্যভাবে পণ্যের দাম বেঁধে দেওয়া, অন্য প্রতিযোগীদের ব্যবসা করতে বাধা দেওয়া, পণ্যের মূল্য নির্ধারণে বৈষম্য সৃষ্টি বা একচেটিয়া বাজার তৈরির সঙ্গে যুক্ত থাকে, তবে তাতে অ্যান্টি ট্রাস্ট আইন ভঙ্গ হয়েছে বলে ধরে নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, চলতি বছরের শেষ দিকে অ্যান্টি ট্রাস্ট আইন ভাঙার এই অভিযোগ মামলায় পরিণত হতে পারে। যদিও মার্কিন বিচার বিভাগ এখনো মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত পাকা করেনি। তবে সংশ্লিষ্টরা ধারণা করছেন, এই অভিযোগ মামলায় রূপান্তরের আশঙ্কা বেশি।

এর আগে অ্যাপলের বিরুদ্ধে এমন মামলা হতে পারে বলে খবর প্রকাশ করেছিল আরও বেশ কিছু আন্তর্জাতিক বার্তা সংস্থা। তবে ওই সময়ের মতো এবারও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল কর্তৃপক্ষ। আবার এখনকার খবরের সত্যতা নিরূপণে মার্কিন বিচার বিভাগের মুখপাত্রও কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব