হোম > প্রযুক্তি

কর্মক্ষেত্রে না আসতে চাইলে টেসলা ছাড়ুন: ইলন মাস্ক

টেসলার কর্মীদের জন্য ঘরে বসে কাজ করার সুযোগ বন্ধ করে দিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টেসলায় কর্মরত নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক ইমেইলে তিনি এই কথা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের কাছে পাঠানো মেইলে লিখেছিলেন—‘এখন থেকে আর কর্মক্ষেত্রের বাইরে থেকে কাজ করা গ্রহণযোগ্য হবে না। যারা কর্মক্ষেত্রের বাইরে থেকে কাজ করতে চেয়েছিলেন, তাদের এখন থেকে অন্তত ৪০ ঘণ্টা, আবারও বলছি অন্তত ৪০ ঘণ্টা অফিসে কাজ করতে হবে। এই সময় কারখানার শ্রমিকদের চেয়ে অনেক কম।’ 

ইলন মাস্ক মেইলে আরও বলেন, ‘এখানে কর্মক্ষেত্র মানে অবশ্যই টেসলার প্রধান কার্যালয়। টেসলায় কাজ করার সময়ে অন্য কোথাও বসে টেসলার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কোনো কাজ করা যাবে না।’ 

তবে মাস্কেই এই ইমেইলটি সবার জন্য কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ, ইলন মাস্ক দাবি করেছেন—তিনি এ রকম কিছু কথা তাঁর এক অনুরাগীর করা এক প্রশ্নের জবাবে বলেছিলেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে—কিছু লোক বলে কর্মক্ষেত্রে গিয়ে কাজ করা এখন পুরোনো ফ্যাশন। জবাবে মাস্ক বলেছিলেন, ‘তাহলে তাঁদের উচিত অন্য কোথায় কাজ করা।’ 

তবে, এই প্রথম তাঁকে নিয়ে এমন কথা উঠল তা নয়। এর আগেও মাস্ক এমন কড়া উদ্যোগ নিয়েছেন। ইলন মাস্কের পরিচিত এবং সিলিকন ভ্যালির একজন উদ্যোক্তা কেইথ র‍্যাবোইস এক টুইটে মাস্কের বিষয়ে একটি গল্প শেয়ার করেছিলেন। কেইথ বলেছিলেন—টেসলা কার্যালয়ে ইলন মাস্ক একবার দেখলেন যে, সেখানে কাজ করতে আসা নতুন কর্মীরা কফি খাওয়ার সময় অকারণে এদিক সেদিক ঘোরাফেরা করছে। সেটা দেখে মাস্ক সেসব কর্মচারীকে ডেকে নিয়ে তাদের কর্মচ্যুত করার হুমকি দিয়েছিলেন। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব