হোম > প্রযুক্তি

বাজারে আসছে টেসলার সেমি ট্রাক

নওরোজ চৌধুরী

ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা তাদের সেমি ট্রাক উৎপাদন শুরু করতে যাচ্ছে। এক চার্জে ৫০০ মাইল যাত্রায় সক্ষম এই ট্রাক সবার আগে কোমল পানীয় তৈরি এবং বিপণনকরী প্রতিষ্ঠান পেপসিকে সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এক টুইট বার্তায় জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর পেপসিকে টেসলা ব্র্যান্ডের ইলেকট্রিক ট্রাক সরবরাহ করা হবে। পেপসি ছাড়াও ওয়ালমার্ট, ডিএইচএল, ফেডেক্স এবং ইউনাইটেড পার্সেলের মতো প্রতিষ্ঠানও টেসলার কাছ থেকে ইলেকট্রিক ট্রাক নেওয়ার অপেক্ষায় রয়েছে।

পাঁচ বছর আগে প্রথমবার ইলেকট্রিক ট্রাক তৈরির ঘোষণা দেয় টেসলা। ২০১৯ সালে ট্রাকটির একটি প্রোটো-টাইপ প্রথমবার জনসমক্ষেও এনেছিল প্রতিষ্ঠানটি। যন্ত্রপাতির সমস্যা এবং করোনার প্রভাবে সেই সময় সাপ্লাই চেইন ভেঙে পড়ায় উৎপাদন শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ডেলিভারির সময়সীমা প্রকাশ করল টেসলা। যদিও এই মুহূর্তে ঠিক কতগুলো সেমি ট্রাক বানাবে, সে বিষয়ে টেসলা কোনো তথ্য জানায়নি। জ্বালানি খরচের পাশাপাশি ফ্লিট থেকে সৃষ্ট বায়ুদূষণ কমানোর জন্য পেপসি ২০১৭ সালে ১০০টি ট্রাকের বুকিং দিয়েছিল। প্রতিটি ট্রাকের জন্য পেপসির বুকিং খরচ হয়েছিল ২০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ দশমিক ৮০ লাখ টাকার সমান।

টেসলা দুটি মডেলের ট্রাক তৈরি করবে বলে জানা গেছে। এর একটি মডেলের ট্রাক একবার চার্জে ৫০০ মাইল পথ অতিক্রম করতে পারবে। এই ট্রাকগুলোর প্রতিটির দাম পড়বে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। পাশাপাশি ১ লাখ ৫০ হাজার ডলারের আরেকটি মডেলের ট্রাক নির্মাণ করছে টেসলা। সেটি এক চার্জে ৩০০ মাইল পর্যন্ত যেতে পারবে।

টেসলার দাবি, তাদের ট্রাক প্রথম তিন বছরেই ২ লাখ ডলার মূল্যের ডিজেল সাশ্রয় করবে। ৮০ হাজার পাউন্ড ওজনের মালামাল নিয়ে মাত্র ২০ সেকেন্ডে শূন্য থেকে ৬০ মাইল প্রতি ঘণ্টার গতি তুলতে সক্ষম হবে এই ট্রাকগুলো। টেসলা জানায়, চারটি মোটর দিয়ে কম শক্তি খরচ করে এই গতি তুলতে সক্ষম হবে ইলেকট্রিক ট্রাকগুলো। তা ছাড়া মাত্র আধা ঘণ্টায় ব্যাটারির ৭০ শতাংশ চার্জ করতে সক্ষম ট্রাকগুলোতে আরও থাকবে রিমোট ডায়াগনস্টিক, ওভার দ্য এয়ার সফটওয়্যার আপডেট। টেলসার সেমি ট্রাকে কম পার্টস থাকার কারণে সার্ভিস সেন্টারে কম সময় দিয়ে রাস্তায় আরও বেশি সময় কাটাতে পারবেন চালকেরা বলে মনে করছেন প্রযুক্তিবিদেরা।  

সূত্র: বিজনেস ইনসাইডার

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি

ভারতে স্টারলিংকের মূল্য ফাঁস নিয়ে বিভ্রান্তি, বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি