হোম > প্রযুক্তি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত সব তথ্য শেয়ার না করাই ভালো: মোস্তফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত সব তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সতর্কতার সঙ্গে তথ্য শেয়ার করতে হবে। ব্যক্তিগত সব তথ্য শেয়ার না করাই ভালো।’ 

আজ শুক্রবার ‘এআই কানেক্ট বাংলাদেশ সামিট ২০২৪’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাইক্রোসফট বাংলাদেশের সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল অনলাইন ইউনিভার্সিটি (আইইউ) এ সামিট আয়োজন করে। 

মোস্তফা জব্বার বলেন, ‘আমরা কতটুকু প্রযুক্তি ব্যবহার করব, তার সীমানা থাকা দরকার। যেই জায়গাগুলোতে আমাদের গ্যাপ আছে, সেখানে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।’ 

মোস্তফা জব্বার আরও বলেন, ‘এআই বর্তমানে তথ্যপ্রযুক্তির সর্বশেষ অবস্থা। প্রযুক্তি প্রতিনিয়ত আসবে, এগুলোকে আমাদের স্বাগত জানাতে হবে এবং আমাদের কল্যাণে ব্যবহার করতে হবে।’ 

সভাপতির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান বলেন, ‘প্রযুক্তির কারণে যত কর্মসংস্থান কমেছে, তার চেয়ে বেশি সৃষ্টি হয়েছে। তবে প্রযুক্তি হতাশার নয় বরং ভয়ের কারণ রয়েছে। প্রযুক্তির সঠিক ব্যবহার না হলে তা অভিশাপ হতে পারে। তাই তথ্য প্রযুক্তি ব্যবহারে আমাদের সচেতন হতে হবে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, অগমেডিক্স বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ মজিব নোমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) পরিচালন রথিন্দ্রনাথ দাশ প্রমুখ।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি