হোম > প্রযুক্তি

বাসায় খাবার পৌঁছে দিচ্ছে ‘রোবট’

প্রযুক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে রোবটের সাহায্যে খাবার সরবরাহ শুরু করেছে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবারের ‘উবার ইটজ’ বিভাগ। অনলাইনে খাবার অর্ডার পেলে নির্দিষ্ট ঠিকানায় খাবার পৌঁছে দেবে রোবট। ক্রেতাদের পাবেন রোবটের গতিবিধি দেখার সুযোগ। এর ফলে সহজেই রোবটের থেকে খাবার সংগ্রহ করতে পারবেন তারা। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদন থেকে জানা যায়, এ সেবা পরিচালনার জন্য রোবট তৈরি করেছে কার্টকেন নামের একটি প্রতিষ্ঠান। ক্রেতা রোবটের মাধ্যমে খাবার সংগ্রহ করতে চাইলে উবার ইটজ অ্যাপে সেই অপশন নির্বাচন করতে হবে। অর্ডার সম্পন্ন হলে নির্দিষ্ট রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করে ক্রেতার ঠিকানায় পৌঁছে দেবে রোবট।

কার্টকেনের রোবটগুলিতে একাধিক সেন্সর এবং ক্যামেরা যুক্ত রয়েছে। এগুলো রোবটকে যে কোনো প্রকারের সংঘর্ষ এড়াতে সাহায্য করবে। উবার ইটজ নেটওয়ার্কের মাধ্যমে কার্টকেন ২০২৩ সালে অন্যান্য শহরগুলিতে এর বিতরণ সেবা প্রসারিত করার পরিকল্পনা করছে। 

এর আগে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে যৌথভাবে পাবলিক ‘রোবোট্যাক্সি’ সেবা চালু করে উবার এবং চালকবিহীন প্রযুক্তি-নির্মাতা কোম্পানি মোশনাল। ‘রোবোট্যাক্সি’ মূলত চালকবিহীন গাড়ির সেবা। এই সেবা উভয় কোম্পানির মধ্যে একটি ১০ বছরের যৌথ চুক্তির অংশ। এই চুক্তিতে বলা হয়, মোশোনালের স্বয়ংক্রিয় যানবাহনগুলো উবার এবং ‘উবার ইটজ’ এর যাত্রী এবং ডেলিভারি পণ্য উভয়ই বহন করবে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব