হোম > প্রযুক্তি

বাসায় খাবার পৌঁছে দিচ্ছে ‘রোবট’

প্রযুক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে রোবটের সাহায্যে খাবার সরবরাহ শুরু করেছে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবারের ‘উবার ইটজ’ বিভাগ। অনলাইনে খাবার অর্ডার পেলে নির্দিষ্ট ঠিকানায় খাবার পৌঁছে দেবে রোবট। ক্রেতাদের পাবেন রোবটের গতিবিধি দেখার সুযোগ। এর ফলে সহজেই রোবটের থেকে খাবার সংগ্রহ করতে পারবেন তারা। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদন থেকে জানা যায়, এ সেবা পরিচালনার জন্য রোবট তৈরি করেছে কার্টকেন নামের একটি প্রতিষ্ঠান। ক্রেতা রোবটের মাধ্যমে খাবার সংগ্রহ করতে চাইলে উবার ইটজ অ্যাপে সেই অপশন নির্বাচন করতে হবে। অর্ডার সম্পন্ন হলে নির্দিষ্ট রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করে ক্রেতার ঠিকানায় পৌঁছে দেবে রোবট।

কার্টকেনের রোবটগুলিতে একাধিক সেন্সর এবং ক্যামেরা যুক্ত রয়েছে। এগুলো রোবটকে যে কোনো প্রকারের সংঘর্ষ এড়াতে সাহায্য করবে। উবার ইটজ নেটওয়ার্কের মাধ্যমে কার্টকেন ২০২৩ সালে অন্যান্য শহরগুলিতে এর বিতরণ সেবা প্রসারিত করার পরিকল্পনা করছে। 

এর আগে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে যৌথভাবে পাবলিক ‘রোবোট্যাক্সি’ সেবা চালু করে উবার এবং চালকবিহীন প্রযুক্তি-নির্মাতা কোম্পানি মোশনাল। ‘রোবোট্যাক্সি’ মূলত চালকবিহীন গাড়ির সেবা। এই সেবা উভয় কোম্পানির মধ্যে একটি ১০ বছরের যৌথ চুক্তির অংশ। এই চুক্তিতে বলা হয়, মোশোনালের স্বয়ংক্রিয় যানবাহনগুলো উবার এবং ‘উবার ইটজ’ এর যাত্রী এবং ডেলিভারি পণ্য উভয়ই বহন করবে।

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট