প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। মানবসম্পদ ও প্রকৌশল বিভাগের কর্মীসংখ্যা কমানো হবে বলে দ্য ভার্জের প্রতিবেদনে জানা গেছে।
বিশ্বে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে টিকে থাকতে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলি গতবছর থেকে বিভিন্ন খাতে খরচ কমাচ্ছে। আমাজন, গুগল, মেটার মতো প্রতিষ্ঠানগুলো অনেক ব্যয়বহুল প্রকল্প বন্ধ করে দিয়েছে। অনেক প্রতিষ্ঠান ছাঁটাই করেছে বিপুলসংখ্যক কর্মী। এরই ধারাবাহিকতায় এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মাইক্রোসফট।
কোম্পানির তথ্যানুসারে, গত জুন পর্যন্ত মাইক্রোসফটে মোট কর্মী ছিল ২ লাখ ২১ হাজার জন। এদের মধ্যে ১ লাখ ২২ হাজার জন যুক্তরাষ্ট্রে ও বাকি ৯৯ হাজার জন বিশ্বজুড়ে কাজ করছে। মোট কর্মীর প্রায় ৫ শতাংশ বা প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে মাইক্রোসফট। তবে এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।
সিয়াটল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নিজেদের বেলভিউ শহরের সিটি সেন্টার প্লাজা ভাড়ায় দিচ্ছে মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে, ‘হোম অফিস’ এবং ব্যাপক ছাঁটাইসহ মন্দার কারণে প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
গত নভেম্বরে সিয়াটল অফিস থেকে ৭২৬ কর্মী ছাঁটাই করেছে আরেক টেক জায়ান্ট মেটা। পরে কোম্পানির মোট ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।